ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মনোনয়নপত্র জমা দিলেন যাঁরা

প্রকাশিত: ০৩:৫৪, ৫ ডিসেম্বর ২০১৫

মনোনয়নপত্র জমা দিলেন যাঁরা

জনকণ্ঠ ডেস্ক ॥ বৃহস্পতিবার পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। শুক্রবার যেসব স্থানের নাম ছাপা হয়নি তা আজ দেয়া হলো। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদেরÑ চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গা পৌরসভা : বর্তমান পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ( আ’লীগ), খন্দকার আব্দুল জব্বার সোনা (বিএনপি), ওবাইদুর রহমান চৌধুরী জিপু (আঃ লীগ বিদ্রোহী), মজিবুল হক মালিক মজু (বিএনপি বিদ্রোহী)। জীবননগর পৌরসভা : বর্তমান মেয়র নোয়াব আলী (বিএনপি), মুন্সী নাসির উদ্দিন (আ’লীগ), জাহাঙ্গীর আলম (আ’লীগ বিদ্রোহী), রফিকুল ইসলাম (আ’লীগ বিদ্রোহী) ও মাওলানা সাজেদুর রহমান (জামায়াত)। আলমডাঙ্গা পৌরসভা : বর্তমান মেয়র মীর মহিউদ্দিন (বিএনপি), হাসান কাদির গনু (আ’লীগ), এম সবেদ আলী (জাসদ)। দর্শনা পৌরসভা : বর্তমান মেয়র মহিদুল ইসলাম (বিএনপি), মতিয়ার রহমান ( আ’লীগ ), আলী মুনসুর বাবু (আ’লীগ বিদ্রোহী), আশকার আলী (জামায়াত), নাহারুল ইসলাম (বিএনপি বিদ্রোহী) ও সাইফুল ইসলাম (স্বতন্ত্র)। বান্দরবান ॥ বৃহস্পতিবার রাতে বীর বাহাদুরের বাসভবনে পৌর আওয়ামী লীগের সভাপতি অমল দাশের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা, সহ-সভাপতি মং ওয়ে প্রু চৌধুরী, মং ক্য চিং চৌধুরী, একেএম জাহাঙ্গীর, দফতর সম্পাদক অনীল দাশসহ অনেকে। জানা গেছে, সদরে ইসলাম বেবী এবং লামা পৌরসভায় জহিরুল ইসলামকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। বাগেরহাট ॥ বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় মেয়র পদে চারজন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ও মনিরুল হক তালুকদার, বিএনপি থেকে আব্দুল মজিদ জব্বার, স্বতন্ত্র জাতীয় পার্টির (এরশাদ) সোমনাথ দে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোকাম্মেল হোসেন ফকির। সিলেট ॥ সিলেট বিভাগের ১৬ পৌরসভায় মেয়র পদে ৮৬ ও কাউন্সিলর পদে ৬৮৬ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে সাধারণ (পুরুষ) কাউন্সিলর ৬২৫ ও সংরক্ষিত (নারী) কাউন্সিলর প্রার্থী ১৬১ জন। ৮৬ মেয়র প্রার্থীর মধ্যে পুরুষদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন দু’জন নারী প্রার্থীও। গোলাপগঞ্জ : আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী জাকারিয়া আহমদ পাপলু, বিএনপি মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী, জাতীয় পার্টি থেকে সোহেদ আহমদ ও খেলাফত মজলিসের আমিনুল ইসলাম আমিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সিরাজুল জব্বার চৌধুরী। এছাড়া যুবলীগ নেতা আমিনুল ইসলাম রাবেল ও স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান লিপন মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। কানাইঘাট : এ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ থেকে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও বর্তমান পৌর মেয়র লুৎফুর রহমান, বিএনপি থেকে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রহিম উদ্দিন ভরসা, জাতীয় পার্টি (জাপা) থেকে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবুল আহমদ, খেলাফত মজলিসের হাফিজ মোঃ ইসলাম উদ্দিন, জাসদ থেকে তাজউদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জামায়াত নেতা ওলিউল্লাহ, জাতীয় পার্টির সোহেল আমীন, নিজাম উদ্দিন, সিরাজুল ইসলাম ও সুলতান আহমদ। সুনামগঞ্জ : সুনামগঞ্জ (সদর) পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের আয়ুব বখত জগলুল, বিএনপির শেরগুল আহমদ, স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর চেয়ারম্যান মউজদীনের ছোটভাই দেওয়ান গণিউল সালাদিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ছাতক : ছাতক পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী, বিএনপির সামছুল ইসলাম সমছু, স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর চেয়ারম্যান ওয়াহিদুর রহমান মজনু মনোনয়নপত্র জমা দিয়েছেন। জগন্নাথপুর : জগন্নাথপুর পৌরসভায় মেয়র পদে আ’লীগের সাবেক মেয়র হাজী আব্দুল মনাফ, বিএনপির সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি রাজু আহমদ ও স্বতন্ত্র প্রার্থী শাহ নুরুল করিম মনোনয়নপত্র জমা দিয়েছেন। দিরাই : দিরাই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মোশারফ মিয়া, বিএনপির জেলা আহ্বায়ক নাছির চৌধুরীর ছোট ভাই মঈন উদ্দিন চৌধুরী মাসুক, জাসদের মোজাম্মেল হক ও স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। কুলাউড়া : কুলাউড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের শফি আহমদ চৌধুরী সালমান, বিএনপির কামাল উদ্দিন আহমদ জুনেল, জাতীয় পার্টির মুহিবুর রহমান লাল ও স্বতন্ত্র হিসেবে শফি আলম ইউনুস মনোনয়নপত্র জমা দিয়েছেন। হবিগঞ্জ : হবিগঞ্জ (সদর) পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের আতাউর রহমান সেলিম, বিএনপি মনোনীত প্রার্থী কারান্তরীণ পৌর মেয়র (সাময়িক বরখাস্ত) জি কে গউছ, স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিজান, বিএনপির বিদ্রোহী প্রার্থী আমিনুর রশীদ এমরান ও ইসলাম তরফদার তনু, জাতীয় পার্টির (এরশাদ) এ্যাডভোকেট শিবলী খায়ের, বাংলাদেশ ইসলামী আন্দোলনের আব্দুল কাইয়ূম এবং পিপলস পার্টির আব্দুল কাদির। শায়েস্তাগঞ্জ : শায়েস্তাগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছালেক মিয়া, বিএনপির ফরিদ আহমেদ অলি, স্বতন্ত্র জালাল উদ্দিন রুমী, আব্দুর রকিব, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খালেদা বেগম, আতাউর রহমান মাসুক এবং বিএনপির বিদ্রোহী হাজী মজিদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। চুনারুঘাট : চুনারুঘাট পৌরসভায় আওয়ামী লীগের সাইফুল ইসলাম রুবেল, বিএনপির নাজিম উদ্দিন সামছু, স্বতন্ত্র খায়রুল গণি, সাহেব আলী মীর মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নবীগঞ্জ : নবীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের তোফাজ্জল ইসলাম চৌধুরী, বিএনপির ছাবির আহমেদ চৌধুরী, জাতীয় পার্টির (এরশাদ) মাহমুদ চৌধুরী, স্বতন্ত্র জাহাঙ্গীর আলম রানা এবং জোবায়ের আহমেদ চৌধুরী মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মাধবপুর : মাধবপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হীরেন্দ্র লাল সাহা, বিএনপির হাবিবুর রহমান মানিক।
×