ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রাণীর সহায়তায় চিকিৎসা

প্রকাশিত: ০৩:২৭, ৫ ডিসেম্বর ২০১৫

প্রাণীর সহায়তায় চিকিৎসা

এমেলিন চ্যান্সেল অনেকদিন ধরেই প্রাণীর সহায়তায় চিকিৎসা করে আসছেন। সম্প্রতি ফ্রান্সের পূর্বাঞ্চলীয় উইনজেনহেইম শহরের এ্যাসোসিয়েশন ক্যারোলিন বাইন্ডার হাসপাতালে তাহা নামে একটি শিশুর চিকিৎসা প্রক্রিয়ায় তিনি অংশ নিয়েছেন। ছেলেটির মাল্টিপল ডিসএ্যাবিলিটি সমস্যা রয়েছে। মাউসটিক নামে একটি প্রশিক্ষিত গিনিপিগ দিয়ে তিনি শিশুটিকে নিয়ে একটি মেডিটেশন সেশন করেছেন। এ সময় গিনিপিগ শিশুর গাল ছুঁইয়ে দেন। এএফপি
×