ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মানবাধিকার পরিস্থিতি উত্তর কোরিয়া নিয়ে শীঘ্রই নিরাপত্তা পরিষদের বৈঠক

প্রকাশিত: ০৩:২৫, ৫ ডিসেম্বর ২০১৫

মানবাধিকার পরিস্থিতি উত্তর কোরিয়া নিয়ে শীঘ্রই নিরাপত্তা পরিষদের বৈঠক

উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলোচনা করতে চলতি মাসে বৈঠক করবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের মিশন বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। খবর ওয়েবসাইটের। ব্রিটেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রসহ নিরাপত্তা পরিষদের নয় সদস্য চলতি মাসে এর প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের দূত সামান্থা পাওয়ারকে লেখা এক চিঠিতে বৈঠকের আহ্বান জানিয়েছে। এতে উত্তর কোরিয়ার ওপর চাপ আরও জোরদার হয়েছে। সামান্থা পাওয়ার বলেন, উত্তর কোরিয়ায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে নিয়মিত কথা বলা এবং সেখানে দীর্ঘদিন ধরে যে ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে তা পরিবর্তনে আমাদের করণীয় নিয়ে আলোচনা করা পরিষদের জন্য গুরুত্বপূর্ণ বলে আমরা বিশ্বাস করি। জাতিসংঘে যুক্তরাষ্ট্র মিশনের নারী মুখপাত্র হাগার চেমালি বলেন, বৈঠকের তারিখ নির্ধারণে যুক্তরাষ্ট্র দ্রুত কাজ করবে। গত বছর পিয়ংইয়ংয়ের একমাত্র শক্তিশালী মিত্র চীন নিরাপত্তা পরিষদের এজেন্ডায় উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি স্থান পাবে কি-না তা নিয়ে ভোটাভুটির প্রস্তাব দিয়ে এই ইস্যুতে প্রথমবারের মতো অনুষ্ঠিত বৈঠক বন্ধ করতে চেয়েছিল। কিন্তু পরিষদের বেশিরভাগ সদস্য বৈঠকের পক্ষে ছিল এবং শেষ পর্যন্ত বৈঠকটি হয়েছিল। এতে উত্তর কোরিয়া ক্ষুব্ধ হয়েছিল। এই ইস্যুতে চলতি বছর ব্রিটেন, চিলি, ফ্রান্স, জর্ডান, লিথুয়ানিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, স্পেন ও যুক্তরাষ্ট্র বৈঠকের অনুরোধ জানিয়েছে।॥
×