ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জামায়াত অফিসে আগুন

কক্সবাজারে ছাত্রলীগ নেতার দু’পায়ের রগ কেটে দিয়েছে শিবির ক্যাডাররা

প্রকাশিত: ০৮:০৪, ৪ ডিসেম্বর ২০১৫

কক্সবাজারে ছাত্রলীগ নেতার দু’পায়ের রগ কেটে দিয়েছে শিবির ক্যাডাররা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারে এক ছাত্রলীগ নেতার দু’পায়ের রগ কেটে দিয়েছে শিবির ক্যাডাররা। কক্সবাজার জেলা শহরের হাসপাতাল সড়কে বৃহস্পতিবার রাত ৮টায় শিবিরের একদল সশস্ত্র মুখোশধারী সন্ত্রাসী। ওই ছাত্রলীগ নেতার দু’পায়ের রগ কেটে ফেলে। কক্সবাজার সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নোবেল বড়ুয়া জানান, আহত ছাত্রলীগ নেতাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ছাত্রলীগসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, ছাত্রলীগ কক্সবাজার কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, রাষ্ট্রবিজ্ঞান ৩য় বর্ষের ছাত্র রাজীবুল ইসলাম আজ রাত সাড়ে ৭টায় জেলা জামায়াত কার্যালয় সংলগ্ন জাহাঙ্গীর হোটেলে নাস্তা খেতে যায়। এ সময় ৮/১০ জনের সশস্ত্র মুখোশধারী সন্ত্রাসী অতর্কিতে ছাত্রলীগ নেতার ওপর হামলা চালায়। এক পর্যায়ে মুখোশধারী সন্ত্রাসীরা ছাত্রলীগ নেতার দু’পায়ের রগ ধারালো দা দিয়ে কেটে ফেলে। এ ঘটনা জানাজানি হলে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে শহরে প্রধান সড়কে মিছিল বের করে এবং এক পর্যায়ের জেলা জামায়াত কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে জামায়াত কার্যালয় সংলগ্ন ১০টি দোকানে ব্যাপক ভাঙচুর চালায়। ছাত্রলীগের কর্মীরা শহরের প্রধান সড়কের কিছুক্ষণের জন্য ব্যারিকেড দেয়। শহরের ঘণ্টাখানেকের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। অগ্নি সংযোগের আধা ঘণ্টার পর দমকল বাহিনীর পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা শহরের বিভিন্ন সড়কে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করছিল। সিনিয়র সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরার নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ জামায়াত অফিস ঘিরে রেখেছে। জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় জানিয়েছেন, আহত ছাত্রলীগ নেতাকে সঙ্কটাপন্ন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি দাবি করেছেন শিবির অত্যন্ত পরিকল্পিতভাবে এই সন্ত্রাসী হামলা চালিয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সন্ত্রাসী ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
×