ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:৩৮, ৪ ডিসেম্বর ২০১৫

ঝলক

বাঘে-ছাগলে দোস্তি! উপকথার রাজ্যে বাঘ-ছাগল কিংবা সিংহ-হরিণের অসম বন্ধুতের কথা হরহামেশাই শোনা যায়। বাস্তবে শিকারকারী ও শিকারযোগ্য প্রাণীর মধ্যে মিতালির দাবি কেউ করেনি। এমন দাবি উঠলে ‘আষাঢ়ে গল্প’ বলবে সবাই। ভাববে, এই দাবি যে করে, নিশ্চয়ই তার মাথা খারাপ। যে যাই ভাবুক, যাই বলুক; এমন অসম্ভব বন্ধুত্বের নির্দশন বাস্তবে পাওয়া গেছে। রাশিয়ার স্কোতভস্কির সাফারি পার্কে বাঘে-ছাগলের এ অসম্ভব দোস্তি দেখতে যাচ্ছেন অনেকেই। ওই সাফারি পার্কে আমুর নামক বাঘের বাস। নিয়ম করে সপ্তাহে দু’দিন আমুরকে দেয়া হয় বিশেষ ভোজ। বাঘের বিশেষ ভোজ মানে জ্যান্ত জন্তু সরবরাহ। নিয়মমাফিক বিশেষ ভোজ হিসেবে একদিন আমুরকে সরবরাহ করা হয় ছাগল। সাদা-কালো রঙের ছাগলটি বাঘের ডেরায় ঢুকে ভাবলেশহীন। যেন কিছুই হয়নি। এক পা দু’পা করে ঘাস রয়েছে এমন এক কোণে এগিয়ে যায়। আমুর ছাগলটির দিকে কতক্ষণ তাকিয়ে থাকার পর গা ঝাড়া দিয়ে দাঁড়ায়। উপস্থিত সবাই ধরে নিল- সময় বুঝি ঘনিয়ে এসেছে। আমুর ঝাঁপিয়ে পড়বে ছাগলটির ওপর। কিন্তু যা ঘটল তাতে চোখ কপালে উঠতে বাধ্য। আমুরকে নড়াচড়া করতে দেখে পেছনে ফিরে তাকাল ছাগলটি। চোখে চোখ রাখল। মিনিটখানেক তাকিয়ে থাকার পর ফের মনোনিবেশ করল ঘাস খাওয়ায়। এরপর থেকে ছাগল হাঁটে আর পেছনে পেছনে ছায়ার মতো অনুসরণ করে আমুর। ছাগলটি আবার বাঘের বিছানারও দখল নিয়েছে। এখন তারা দিব্যি বন্ধুর মতো এক খাঁচায় থাকছে। পার্ক কর্তৃপক্ষ ছাগলটির নাম রেখেছে তিমুর। প্রকৃতির নিয়ম ভেঙ্গে দিব্যি চলছে আমুর-তিমুরের দোস্তি। রাস্তায় ঘুমালেন বিগ-বি কলকাতা শহরে রাস্তা। খোলা আকাশ। ভরদুপুর। শায়িত লম্বা-চওড়া এক দেহ। সাইকেল ভ্যানের ওপরে। বয়সে প্রবীণ। মাথায় হেলমেট ও চোখে চশমা। এই বৃদ্ধ আর কেউ নন। বলিউডের বিগ-বি খ্যাত মেগাস্টার অমিতাভ বচ্চন! এমন ছবিই টুইট করেছেন বিগ-বি। ক্যাপশনে ক্ষমাও চেয়েছেন শূটিং স্পটে বেখেয়াল এ ঘুমের জন্য। বিগ-বি সম্প্রতি কলকাতায় ছিলেন। উদ্দেশ্য পরিচালক ঋভু দাশগুপ্তের ‘তিন’ ছবির শূটিংয়ে অংশগ্রহণ। শূটিংয়ের ফাঁকে ক্লান্ত হয়ে ভ্যানের ওপর শুয়ে ঘুমিয়ে পড়েছেন তিনি। এ দৃশ্য ছবিরই অংশবিশেষ কিনা, তা অবশ্য খোলাসা করেননি অমিতাভ। ক্ষমা যেহেতু চেয়েছেন, ছবির দৃশ্য নাও হতে পারে। খোলা আকাশের নিচে রাস্তায় রাখা সাইকেল ভ্যানে ঘুমাচ্ছেন বলিউডের এই মেগাস্টার- এমন দৃশ্য ভক্তদের মনে বিচিত্র প্রতিক্রিয়া তৈরি করতেই পারে।
×