ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ আসছেন ক্রিস গেইল

প্রকাশিত: ০৫:৩৪, ৪ ডিসেম্বর ২০১৫

আজ আসছেন ক্রিস গেইল

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ ‘আমি আসার পর আরেকটা (শতক) ধরে রাখ।’ -টুইটারে টি২০ ক্রিকেটের সেরা বিজ্ঞাপন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এমন বার্তাই দিয়েছেন। যিনি আজই বাংলাদেশের মাটিতে পা রাখছেন। রবিবারই বরিশাল বুলসের হয়ে সিলেট সুপার স্টারসের বিপক্ষে ম্যাচটিতে খেলতে নামবেন। এবারের বিপিএলের প্রথম শতক করেছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান এভিন লুইস। বরিশাল বুলসের হয়ে মঙ্গলবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে অপরাজিত ১০১ করেন। এই শতকটি আসে ৬৫ বলে। যেন গেইলকেই স্মরণ করিয়ে দিয়েছেন লুইস। এ ইনিংসের সূত্র ধরে বিসিবির অফিসিয়াল টুইটার এ্যাকাউন্ট থেকে গেইলকে একটি টুইট ট্যাগ করা হয়েছে। যেখানে গেইলকে জানিয়ে দেয়া হয়েছে, বিপিএলে একাই তিনটি শতক করেছেন গেইল। জ্যামাইকান ব্যাটসম্যানের নজর কোনভাবেই টুইটটি থেকে এড়ায়নি। এ টুইটের জবাবেই গেইল শতক করার বার্তা দিয়ে রেখেছেন। গেইলকে ছাড়াই অবশ্য বরিশালের অবস্থা অনেক ভাল। ৬ ম্যাচের মধ্যে ৫টিতেই জিতেছে বরিশাল। বৃহস্পতিবার রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে দিনের দ্বিতীয় ম্যাচের আগে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে যায় বরিশাল। এখন লীগ পর্বে বরিশালের বাকি আছে ৪ ম্যাচ। বোঝা যাচ্ছে, লীগ পর্ব অতিক্রম করবেই দলটি। তাই বিপিএলের প্রথম আসরেই ৪৪ বলে প্রথম শতক (১০১*) করা গেইল লীগ পর্বের চার ম্যাচ তো খেলবেনই, বরিশাল পরের পর্বে খেললে সেটিও খেলবেন। আর ফাইনাল গেলে কথাই নেই। আরও ম্যাচ বেড়ে যাবে। দীর্ঘদিনের পিঠের চোটে ভুগেছেন গেইল। কোন উপায় না পেয়ে শেষে তা থেকে মুক্তি পেতে আগস্টের শুরুতে অস্ত্রোপচার করান। এখন গেইল সুস্থ। চার মাস বাইরে থেকেছেন। এখন মাঠে ফেরার পালা। সেটি আবার বিপিএল দিয়েই হচ্ছে। বিপিএলের আগের দুই আসর মিলিয়ে মাত্র ৬ ম্যাচ খেলেছেন গেইল। তাতেই তিন শতক করেছেন! বিপিএলে তিন আসর মিলিয়ে এখন পর্যন্ত আট শতক হয়েছে। এরমধ্যে গেইলেরই তিন শতক আছে। প্রথম আসরে গেইল খেলেন বরিশালেরই হয়ে। সিলেটের বিপক্ষে শতক করেন। একই আসরে ঢাকার বিপক্ষে ৬১ বলে ১১৬ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় আসরে ঢাকার হয়ে খেলেন গেইল। তখনও সিলেটের বিপক্ষেই শতক করেন গেইল। ৫১ বলে ১১৪ রান করেন। এবারও কী তাহলে আরেকটি শতক মিলবে গেইল থেকে? সেটি কী তাহলে সিলেটের বিপক্ষে প্রথম ম্যাচেই! গেইলের প্রতিপক্ষ দলটি সিলেট হলেই যে শতক করেন। তিন শতকের দুটিই যে সিলেটের বিপক্ষে করেছেন। বিপিএলে মোট ৬ ম্যাচে গেইলের রান ৪০২। গড় ১০০.৫০। ৬ ইনিংসে ছক্কা মেরেছেন ৩৮! এখন পর্যন্ত যা বিপিএলে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড হয়েই আছে। এবার সেই রেকর্ডকে নিশ্চয়ই আরও বাড়িয়ে নেবেন। আর সবচেয়ে বেশি তিন শতক যে আছে, তাও নিশ্চয়ই বাড়িয়ে নিতে চাইবেন। সেই ঘোষণা তো আগেই দিয়ে দিয়েছেন। আজ তা করতে আসছেনও গেইল।
×