ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোতালেব হোসেন স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক

প্রকাশিত: ০৪:০৮, ৪ ডিসেম্বর ২০১৫

মোতালেব হোসেন স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক

মোঃ মোতালেব হোসেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। ইতোপূর্বে তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। হোসেন এবি ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন। ২০০৮ সালে তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। ২০১৪ সালে তিনি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডে এসইভিপি পদে যোগদান করে প্রধান শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দেশে ও দেশের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশাগত প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেছেন। -বিজ্ঞপ্তি শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীর পুনঃনিয়োগ শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী সম্প্রতি ৩ বছরের জন্য দ্বিতীয় মেয়াদে একই পদে পুনর্নিয়োগ পেয়েছেন। চৌধুরী বিগত ১ ডিসেম্বর ২০১৩ থেকে শাহ্জালাল ইসলামী ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসেবে কর্মরত রয়েছেন। এই ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ওয়ান ব্যাংক লিমিটেড এ ৬ (ছয়) বছর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে অক্টোবর ১৯৮৬ সালে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন এবং উক্ত ব্যাংকে দীর্ঘ ১২ বছর যাবত বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ১৯৯৯ সালের জুলাই মাসে ওয়ান ব্যাংক লিমিটেডে প্রথম শাখা ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্তবিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ২০১৩ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। -বিজ্ঞপ্তি মোঃ লতিফ খান-বিআইপিপিএয়ের নতুন প্রেসিডেন্ট বেসরকারী খাতে বিদ্যুত উৎপাদকদের সংগঠন ‘বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রোডিউসারস এ্যাসোসিয়েশনের (বিআইপিপিএ) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সামিট পাওয়ার লিমিটেডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ লতিফ খান। সম্প্রতি এ্যাসোসিয়েশনের কার্যালয়ে বোর্ড অব ডিরেক্টরস সদস্যদের সরাসরি ভোটে আগামী দু’বছরের জন্য তাকে নির্বাচিত করা হয়। এছাড়াও ভাইস প্রেসিডেন্টের তিন পদে নির্বাচিত হয়েছেন কেএম রেজাউল হাসনাত, ফিরোজ আলম এবং গোলাম রাব্বানী চৌধুরী। পরিচালক পদে নির্বাচিত হয়েছেন সাত সদস্য। সংগঠনের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ লতিফ খান-ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতক ডিগ্রী অর্জন করেন। -বিজ্ঞপ্তি
×