ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:০৯, ৩ ডিসেম্বর ২০১৫

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

১. হরিকেলের উত্তরে কোন জনপদ অবস্থিত ছিল? ক) বরেন্দ্র জনপদ খ) চন্দ্রদ্বীপ জনপদ গ) তাম্রলিপ্ত জনপদ ঘ) সমতট জনপদ ২. ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বাংলাদেশকে বুলগাকপুর বলছেন। এটি কী প্রমাণ করে? ক) বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর খ) বাংলার লোকজন অসাধু গ) বাংলা হল বিদ্রোহীপূর্ণ নগরী ঘ) বাংলা ছিল প্রাকৃতিক নিয়ামতের পূর্ণ জাহান্নাম ৩. লালাবাগের শাহী জমিকে কী বলা হতো? ক) শাহজাদা আলম খ) ইসলাম খান গ) শায়েস্তা খান ঘ) কাসিম খান ৪. মোহন শৈব ধর্মের উপাসক ছিলেন। হিউয়েন সাং তাকে বৌদ্ধ ধর্ম বিদ্বেষী বলে আখ্যায়িত করেছিলেন। নিচের কোন শাসকের সাথে উদ্দীপকের মিল রয়েছে- ক) গৌতম খ) শশাঙ্ক গ) দেবগুপ্ত ঘ) ধর্মপাল ৫. বর্তমান ত্রিপুরা জেলা সমতটের অন্যতম অংশ ছিল কত শতক পর্যন্ত? ক) চতুর্থ-নবম শতক খ) পঞ্চম-দশক শতক গ) ষষ্ঠ-একাদশক শতক ঘ) সপ্তম-দ্বাদশ শতক ৬. মধ্যযুগে বাংলায় হিন্দুদের মাঝে সাহিত্য প্রীতির অন্যতম, কারণ কোনটি? ক) ব্রাহ্মণদের উদ্দীপনা খ) ব্রাহ্মণদের উদারতা গ) মুসলমান শাসকদের পৃষ্ঠপোষকতা ঘ) হিন্দু শাসকদের পৃষ্ঠপোষকতা ৭. বল্লাল সেনের লেখা গ্রন্থ হলো- র. অর্থশাস্ত্র রর. অদ্ভুতসাগর ররর. দানসাগর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৮. প্রাচীন বাংলায় ভূমির মালিক কে ছিলেন? ক) রাজা খ) সামন্ত প্রভু গ) কৃষক ঘ) জমিদার ৯. মাছ বিক্রেতাকে কী বলা হতো? ক) জেলে খ) পিঠারী গ) কাবারী ঘ) কশাই ১০. বর্তমান যুগের জন্মাষ্টমী, নীতিপাঠ, হোলি উৎসব কোন যুগের ক্রিয়াকলাপের ফলাফল? ক) পাল খ) সেন গ) গুপ্ত ঘ) মৌর্য ১১. হাবসী শাসন মাত্র ছয় বছর স্থায়ী ছিল কেন? র. শাসকগণ দুর্বল ছিল রর. রাজ্যে ষড়যন্ত্র চলছিল ররর. রাজা বিদ্রোহ ও বিশৃঙ্খলায় পরিপূর্ণ ছিল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১২. ধর্মপাল বৌদ্ধবিহার “বিক্রমশীল বিহার” নামে খ্যাত ছিল, কারণ- র. বিক্রমশীল তার দ্বিতীয় নাম রর. উপাধি অনুসারে ররর. জনপ্রিয়তার জন্য নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও রর ঘ) র ও ররর ১৩. প্রাচীন শিলালিপিতে বঙ্গের যে অঞ্চলের নাম পাওয়া যায় তা হলো- র. বিক্রমপুর রর. নাব্য ররর. পুণ্ডনগর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৪. সপ্তম শতকে বাংলার ইতিহাসে শশাঙ্ক একটি গুরুত্বপূর্ণ নাম কীভাবে? ক) স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা খ) অধিক শক্তিশালী শাসক গ) প্রথম গুরুত্বপূর্ণ সার্বভৌম নরপতি ঘ) ধর্ম বিদ্বেষী ১৫. মুসলমান সমাজ বিস্তৃতির সাথে সাদৃশ্য রয়েছে- ক) বঙ্গে ইসলাম বিস্তৃতি খ) হিন্দে ইসলাম বিস্তৃতি গ) আরবে ইসলাম বিস্তৃতি ঘ) মক্কায় ইসলাম বিস্তৃতি ১৬. মসলিন বস্ত্র তৈরির প্রাণকেন্দ্র ছিল- ক) রাজশাহী খ) ঢাকা গ) কুষ্টিয়া ঘ) নোয়াখালী ১৭. বাংলা সাহিত্যের প্রথম পদাবলী কাব্যের স্রষ্টা কে? ক) রঘুনাথ খ) সূর্য কাজী গ) চাঁদ কাজী ঘ) কেদার মিশ্র ১৮. আলাউদ্দিন হুসেন শাহ-এর অন্যতম স্থাপত্য কীর্তি হচ্ছে- র. মসজিদ নির্মাণ রর. দুর্গ নির্মাণ ররর. তোরণ নির্মাণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৯. বাংলায় গুপ্ত বংশীয় রাজাগণ দুর্বল হয়ে পড়ে- র. মৌখরী ও পরবর্তী গুপ্তবংশীয়দের সংঘর্ষে রর. তিব্বতীয়দের আক্রমণের কারণে ররর. চালুক্যরাজগণের আক্রমণের কারণে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২০. মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ক) অশোক গুপ্ত মৌর্য খ) নারায়ণ চন্দ্র মৌর্য গ) চন্দ্রগুপ্ত মৌর্য ঘ) ত্রৈলোক্যচন্দ্র মৌর্য ২১. ভাগ, হিরণ্য ইত্যাদি কর কোন আমলে গৃহীত হতো? ক) পাল খ) সেন গ) গুপ্ত ঘ) সূক্ষ্ম ২২. সেমিনারে বক্তারা বললেন, আত্মপরিচয় সংকটের মুহূর্তে আমাদের জাতীয় দায়িত্ব রয়েছ। ইতিহাসের আলোকে বক্তাগণ জাতীয় দায়্ত্বি হিসেবে চিহ্নিত করেছেন কোনটিকে? ক) দেশপ্রেম জাগ্রত করা খ) মূল্যবোধ সৃষ্টি করা গ) সচেতনতা সৃষ্টি করা ঘ) ইতিহাস পাঠ করা ২৩. পাল আমলে রাজ হস্তক্ষেপ করতে পারতেন- র. সামাজিক বিষয়ে রর. অর্থনৈতিক বিষয়ে ররর. ধর্মীয় বিষয়ে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৪. সেন যুগে ভূমি বিষয়ে সকল দলিলেই রাজার সীলমোহর মারা হতো। এতে যে বিষয়টি ফুটে উঠেছে- ক) সেনদের দূরদর্শিতা খ) সেনদের ক্ষমতা গ) সেনদের বুদ্ধিমত্তার প্রখরতা ঘ) রাজস্ব বিষয়ে সেনদের সর্তকতা ২৫. আর্যদের ভাষার নাম কী? ক) তামিল খ) তেলেগু গ) বৈদিক ঘ) অস্ট্রিক ২৬. কোনো বিশেষ বিষয়ের ওপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বলা হয়- ক) আঞ্চলিক ইতিহাস খ) জাতীয় ইতিহাস গ) অবস্থানগত ইতিহাস ঘ) বিষয় বস্তুগত ইতিহাস ২৭. শৈব ধর্মের মূল উৎস কী? ক) বিষ্ণু খ) শিব গ) ব্রহ্মা ঘ) শীতলা ২৮. ইতিহাস কিভাবে অতীতকে পুনর্গঠন করে? ক) সত্যনিষ্ঠ তথ্য দিয়ে খ) নিছক অতীত কাহিনী দিয়ে গ) যুদ্ধের কাহিনী নিয়ে ঘ) অতীত কাহিনীর সারমর্ম নিয়ে ২৯. পুণ্ড্র জনপদের রাজধানী পুণ্ড্রনগর থেকে পুণ্ড্রবর্ধনে রুপান্তরিত হয় কখন? ক) চতুর্থ-পঞ্চম শতকে খ) পঞ্চম-ষষ্ঠ শতকে গ) ষষ্ঠ-সপ্তম শতকে ঘ) সপ্তম-অষ্টম শতকে ৩০. ইতিহাসের মুখ্য বিষয় তথা মানুষের সাফল্য ও ব্যর্থ্তার অনুসন্ধান কেমন হওয়া উচিত? ক) অনুমান নির্ভর খ) গল্প কাহিনী অনুসারে গ) লোক মতানুসারে ঘ) বিজ্ঞানভিত্তিক ৩১. কত খ্রিষ্টাব্দ পর্যন্ত বাংলা দিল্লীর অধীন ছিল? ক) ১৩৩৬ খ্রিষ্টাব্দ খ) ১৩৩৭ খ্রিষ্টাব্দ গ) ১৩৩৮ খ্রিষ্টাব্দ ঘ) ১৩৩৯ খ্রিষ্টাব্দ ৩২. তপনের স্কুল শিক্ষক সন্তোশ কুমার ভট্রাচার্য জাতিতে একজন ব্রাক্ষ্মণ। তিনি অধ্যাপনার পাশাপাশি পূজা পার্বণ করেন। তপনের স্কুল শিক্ষকদের সাথে মিল রয়েছে কোন সমাজের ব্রাক্ষণদের? ক) গ্রিক খ) আর্য গ) সেন ঘ) পাল ৩৩. ইব্রাহিম শর্কি বাংলায় আসেন কেন? ক) দরবেশ নূব কুতুব আলমের নিমন্ত্রণের জন্য খ) রাজা গণেশের সাথে মিত্রতা স্থাপনের জন্য গ) গণেশের হাত থেকে মুসলমানদের রক্ষার জন্য ঘ) গণেশকে বিতাড়িত করার জন্য ৩৪. শিশুর জন্মের পূর্বে তার মঙ্গলের জন্য অনুষ্ঠিত হতো- র. গর্ভাধান রর. ঈুংসবন ররর. সীমন্তের উন্নয়ন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৫. খানজাহান আলী মৃত্যুবরণ করেন কখন? ক) ১৫৫৬ খ্রিস্টাব্দে খ) ১৫৫৭ খ্রিস্টাব্দে গ) ১৫৫৮ খ্রিস্টাব্দে ঘ) ১৫৫৯ খ্রিস্টাব্দে ৩৬. উয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? ক) বগুড়া খ) ময়মনসিংহ গ) কুমিল্লা ঘ) নরসিংদী ৩৭. সরফরাজ খানের সময়ে দেশজুড়ে বিশৃঙ্খলা দেখা দেওয়ার যথার্থ কারণ কোনটি? ক) তাঁর অযোগ্যতা খ) তাঁর অদক্ষতা গ) তাঁর অনভিক্ষতা ঘ) তাঁর দুর্বলতা সঠিক উত্তর: ১. (গ) ২. (গ) ৩. (খ) ৪. (খ) ৫. (ঘ) ৬. (গ) ৭. (গ) ৮. (ক) ৯. (গ) ১০. (খ) ১১. (ঘ) ১২. (গ) ১৩. (ক) ১৪. (গ) ১৫. (ক) ১৬. (খ) ১৭. (গ) ১৮. (ঘ) ১৯. (ঘ) ২০. (গ) ২১. (ক) ২২. (ঘ) ২৩. (ঘ) ২৪. (ঘ) ২৫. (খ) ২৬. (ঘ) ২৭. (খ) ২৮. (ক) ২৯. (খ) ৩০. (ঘ) ৩১. (গ) ৩২. (খ) ৩৩. (গ) ৩৪. (ঘ) ৩৫. (ঘ) ৩৬. (ঘ) ৩৭. (ক)
×