ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইতিহাস প্রথম পত্র

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:০৭, ৩ ডিসেম্বর ২০১৫

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

ইতিহাস ১ম পত্র (পূর্ব প্রকাশের পর) ৩৬. ‘আগরতলা মামলা’-এর প্রেক্ষাপট যেটি সেটি হলো- র. ছয়দফাকে নস্যাৎ করা রর. ছয়দফাসহ মোট ১১ দফাকে নস্যাৎ করা ররর. ২১ দফাকে নস্যাৎ করা নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) ররর ঘ) রর ৩৭. মুজিবনগর সরকার কেন যুদ্ধক্ষেত্রকে ১১টি সেক্টরে বিভক্ত করে? ক) ভারতের সাহায্য লাভের জন্য খ) যুদ্ধের প্রতি সাধারণ মানুষের উৎসাহ প্রদানের জন্য গ) যুদ্ধের সংবাদ বহির্বিশ্বে ছড়িয়ে দেয়ার জন্য ঘ) মুক্তিযুদ্ধকে সুসংহত করার জন্য ৩৮. পর্তুগিজদের শাসন বিলুপ্ত হওয়ার মূলে যারা দায়ী- র. ওলন্দাজ রর. ফরাসি ররর. ইংরেজ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৯. সিরাজ মসনদে বসলে তাঁকে উপঢৌকন পাঠায়নি- ক) ফরাসি খ) ওলন্দাজ গ) পর্তুগিজ ঘ) ইংরেজ ৪০. শহীদ স্মৃতিস্তম্ভ নামে শহীদ মিনার নির্মিত হয় কবে? ক) ২১ ফেব্রুয়ারি খ) ২৩ ফেব্রুয়ারি গ) ২৭ ফেব্রুয়ারি ঘ) ২ মার্চ ৪১. মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? ক) ১০ এপ্রিল খ) ১২ এপ্রিল গ) ১৫ এপ্রিল ঘ) ১৭ এপ্রিল ৪২. নিচের কোনটি জাতিসংঘেল উদ্বাস্তু বিষয়ক হাইকমিশন? ক) ওঈজঈ খ) টঘঈঞঅউ গ) অক্সফাম ঘ) টঘঐঈজ ৪৩. ভাষাশহীদ আবদুল জব্বার কত বছর মায়ানমারে অবস্থান করেন? ক) ১০-১২ বছর খ) ১৫-১৬ বছর গ) ১৮-২০ বছর ঘ) ২২-২৫ বছর ৪৪. মুক্তিযুদ্ধে বাঙালীর পাশে দাঁড়ান যেসব ভারতীয় দল তারা হলেন- র. রাজনৈতিক দল রর. বেসরকারী সংগঠন ররর. লেখক বুদ্ধিজীবী ও পেশাজীবী নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪৫. ওয়ারেন হেস্টিংস কত সালে বাংলার গবর্নর নিযুক্ত হন? ক) ১৭৬০ সালে খ) ১৭৬২ সালে গ) ১৭৬৯ সালে ঘ) ১৭৭২ সালে ৪৬. আবুল বরকত কত সালে আই এ (ঐঝঈ) পাস করেন? ক) ১৯১৮ খ) ১৯২১ গ) ১৯২৩ ঘ) ১৯৩১ ৪৭. প্রত্যেক সম্প্রদায়কে ধর্মীয় স্বাধীনতা দেয়া হয় যে কারণে- র. আচার অনুষ্ঠান পালনের জন্য রর. ধর্মে বিশ্বাস স্থাপনের জন্য ররর. ধর্মীয় অনুভূতি তৈরির জন্য নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান লক্ষ্য কী ছিল? ক) শরণার্থী সমস্যা খ) রাজনৈতিক সমস্যা গ) শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে স্বাধীনতা ঘ) অর্থনৈতিক সমস্যা উদ্দীপকটি পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও : মুক্তিযুদ্ধের সময় একজন শিল্পী ছবি আঁকা ছেড়ে শরণার্থী শিবিরে গিয়ে চিকিৎসাকেন্দ্র খুলেছিলেন। এতে তার এক ডাক্তার বন্ধু সহযোগিতা দিয়ে ছিলেন। ৪৯. বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ হয় কত সালে? ক) মকবুল ফিদা খ) তারাশঙ্কর বন্দোপাধ্যায় গ) বাঁধন দাস ঘ) রবি শঙ্কর ৫০. মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে কীভাবে সাহায্য করে? ক) ভারতের খ) বাংলাদেশের গ) পাকিস্তানের ঘ) যুক্তরাষ্ট্রের সঠিক উত্তর : ৩৬. (খ) ৩৭. (ঘ) ৩৮. (ঘ) ৩৯. (ঘ) ৪০. (খ) ৪১. (ঘ) ৪২. (ঘ) ৪৩. (ক) ৪৪. (ঘ) ৪৫. (ঘ) ৪৬. (ক) ৪৭. (ঘ) ৪৮. (গ) ৪৯. (ক) ৫০. (ক)
×