ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ্যাথলেটিকো ও মিলানের জয়

প্রকাশিত: ০৫:৫৫, ৩ ডিসেম্বর ২০১৫

এ্যাথলেটিকো ও মিলানের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান কাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে এসি মিলান। মঙ্গলবার রাতে ক্রোটোনেকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকেট পায় দলটি। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকা ম্যাচটি অতিরিক্ত সময়ে নিষ্পত্তি হয়। অতিরিক্ত সময়ের পঞ্চদশ (১০৫ মিনিট) মিনিটে দর্শনীয় ফ্রিকিকে এসি মিলানকে এগিয়ে নেন ইতালিয়ান মিডফিল্ডার জিয়াকোমো বোনাভেনচুরা। ১১৫ মিনিটে স্বাগতিক দর্শকদের উল্লাসে ভাসিয়ে মিলানের হয়ে তিন নম্বর গোল করেন ফরাসী স্ট্রাইকার এমবায়ে নিয়াং। সানসিরো স্টেডিয়ামে গোলশূন্য থেকে বিরতিতে যায় দু’দল। দ্বিতীয় মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার লুইজ আদ্রিয়ানোর গোলে এগিয়ে যায় মিলান। ৬৮ মিনিটে ক্রোটোনেকে সমতায় ফেরান ক্রোয়েশিয়ান স্ট্রাইকার আন্টে বুডিমি। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। জয় দিয়ে স্প্যানিশ কোপা ডেল রে মিশন শুরু করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। অবশ্য দ্বিতীয় সারির দল রিউস ডেপোর্টিওর বিরুদ্ধে ঘাম ঝরাতে হয় দলটিকে। পিছিয়ে পড়ে ২-১ গোলের জয় পায় অ্যাথলেটিকো। চতুর্থ পর্বের প্রথম লেগের ম্যাচে প্রথমে এগিয়ে যায় ডেপোর্টিও। ঘরের মাঠে ৩০ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন স্প্যানিশ মিডফিল্ডার ফ্রান্সিস্কো কার্বিয়া। ছয় মিনিট পরই আর্জেন্টাইন স্ট্রাইকার লুসিয়ানো ভিয়েট্টোর গোলে ম্যাচে ফেরে অ্যাথলেটিকো। বিরতির পর ৬৩ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার সাউল নিগুয়েজের গোলে জয় নিশ্চিত করে ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়নরা। শেষ ষোলো নিশ্চিতের লক্ষ্যে আগামী ১৭ ডিসেম্বর ফিরতি পর্বের ম্যাচে নিজেদের মাঠে খেলবে অ্যাথলেটিকো। এদিকে ফরাসী লীগ ওয়ানে এ্যাঁজের মাঠে পয়েন্ট খুঁইয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। পুরো ম্যাচ জুড়েই যেন গোলের জন্য হাহাকার করেন ডি মারিয়া-কাভানিরা। গোলশূন্য থেকেই ম্যাচের নিষ্পত্তি হয়। এর ফলে টানা ৯ জয়ের পর ড্র করল পিএসজি। মূলত দলের সেরা তারকা জ¬াতান ইব্রাহিমোভিচকে বিশ্রামে রাখার খেসারত দিতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। সুইডিশ তারকাকে শুরুর একাদশে না নামিয়ে এডিনসন কাভানির ওপর ভরসা রাখেন পিএসজি কোচ। কিন্তু বেশ কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করেন উরুগুইয়ান স্ট্রাইকার। বিরতির পর ৭২ মিনিটে লুকাস মৌরার বদলি হিসেবে মাঠে নামেন ইব্রাহিমোভিচ। কিন্তু তিনিও জয়সূচক গোল উপহার দিতে পারেননি। বিরতির আগে ডি মারিয়ার বাঁ পায়ের দুর্দান্ত শট গোলপোস্টে প্রতিহত হয়। ম্যাচে বল দখলের লড়াইয়ে অনেক এগিয়ে থাকে পিএসজি। মাত্র ২৪ শতাংশ বল দখলে রাখলেও প্রথমার্ধে এ্যাঁজের পারফর্মেন্স ছিল নজরকাড়া। পাল্টা আক্রমণে রীতিমতো পিএসজির ডিফেন্স ব্যস্ত রাখে স্বাগতিকরা। বাইশ গজে সৌরভ স্পোর্টস রিপোর্টার ॥ আমেরিকাতে ক্রিকেট অল স্টারসের শেষ ম্যাচে হাঁফ সেঞ্চুরি হাঁকিয়ে সৌরভ গাঙ্গুলি বুঝিয়ে দিয়েছিলেন খেলা ছাড়লেও ব্যাট ধরাটা ভুলে যাননি। ‘বাপি বাড়ি যা’ স্টাইলে ছক্কা হাঁকিয়েছিলেন কলকাতার মহারাজ। সৌরভের এক ঝলক দেখে যাদের মন ভরেনি তাদের জন্য সুখবর, জানুয়ারিতে আবারও মাঠে নামছেন সাবেক ভারত অধিনায়ক! দুবাইয়ে মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগে (এমসিএল) ‘লিরা লিজেন্ডস’ নামের ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন সৌরভ। সোমবার দলটির কো-অর্ডিনেটর এ তথ্য জানিয়েছেন। জানুয়ারির ২৮ থেকে ফেব্রুয়ারির ১৪ তারিখ পর্যন্ত মরুর দেশ আমিরাতে বসবে সাবেক তারকাদের মিলনমেলা। ছয় দলের টি২০ টুর্নামেন্টে ফের অলস্টারসের মতোই গ্রেটদের মাতোয়ারা হবে ক্রিকেট বিশ্ব। ইতোমধ্যে আইসিসি এই টুর্নামেন্টর অনুমতি দিয়েছে। বড়ে মিয়ার তোপ স্পোর্টস রিপোর্টার ॥ ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে ইন্ডিয়ান বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে তোপ দাগলেন সাবেক পাকিস্তান অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। শ্রীলঙ্কায় এই সিরিজ হওয়া নিয়ে আলেচনা চললেও ভারত সরকারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। ‘পাকিস্তানকে সব সময় সমস্যায় ফেলা হয়। ভারতই সব সময় দু’দেশের ক্রিকেট নিয়ে ঝামেলা সৃষ্টি করে আসছে।’ বলেন পাকিস্তান ক্রিকেটের ‘বড়ে মিয়া’ খ্যাত মিয়াঁদাদ। এমনকি বিসিসিআইর বিরুদ্ধে কড়া শাস্তি নেয়ার কথাও বলেন তিনি। আরও যোগ করেন, ‘ভারত শেষ পর্যন্ত না খেললে পিসিবি আর শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) একত্রিত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া উচিত!’
×