ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মানবতার শত্রুদের বিচারের রায় কার্যকর হচ্ছে ॥ ভিয়েনায় আমু

প্রকাশিত: ০৫:৫০, ৩ ডিসেম্বর ২০১৫

মানবতার শত্রুদের বিচারের রায় কার্যকর হচ্ছে ॥ ভিয়েনায় আমু

গত ২৯ নবেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনে সকাল ১০টায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপির সঙ্গে অস্ট্রিয়া প্রবাসীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভিয়েনার হউফসাইলস্থ বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মোঃ আবু জাফর, উপস্থাপনা করেন কাউন্সিলর শাবাব বিন আহমেদ। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ অষ্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, আওয়ামী লীগ নেতা অধ্যাপক রুহী দাস সাহা, বখতিয়ার রানা, নয়ন হোসেন, কমিউনিটি নেতা মিজানুর রহমান খান, মুক্তিযোদ্ধা রবিউল হাসান চৌধুরী, আহমেদ ফিরোজ, রবিন মোহাম্মদ আলী ও মনোয়ার পারভেজ। অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু দেশের সার্বিক অবস্থার বর্ণনা দিয়ে বলেন, দেশে মানবতার শক্রদের বিচার ও রায় কার্যকর হচ্ছে। জাতির বহু প্রত্যাশিত আকাক্সক্ষা পূরণ হচ্ছে। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট দেশে জঙ্গী তা-ব করেও মানবতার শক্রদের রক্ষা করতে পারছে না। এখন তারা বিচারের স্বচ্ছতা নিয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারে নেমেছে। মিথ্যা প্রচার রোধে প্রবাসীদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার স্বচ্ছ ও আন্তর্জাতিকমানের হচ্ছে- এটা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে। রাষ্ট্রদূত মোঃ আবু জাফর তাঁর বক্তব্যে বাংলাদেশের মানুষের কল্যাণে সরকারের সাফল্য তুলে ধরেন। -বিজ্ঞপ্তি
×