ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পঙ্কজ শরণের বিদায়ী সাক্ষাত

বিচ্ছিন্নতাবাদীদের বাংলার মাটি ব্যবহার করতে দেয়া হবে না ॥ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৩, ৩ ডিসেম্বর ২০১৫

বিচ্ছিন্নতাবাদীদের বাংলার মাটি ব্যবহার করতে দেয়া হবে না ॥ প্রধানমন্ত্রী

বিডিনিউজ ॥ সন্ত্রাস, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে বাংলাদেশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশের মাটি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের ব্যবহার করতে দেয়া হবে না। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাত করতে এলে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বৈঠকের বিষয়ে ব্রিফ করেন। বাংলাদেশে দায়িত্ব পালনকালে দুই দেশের সম্পর্ক উন্নয়নে অবদান রাখায় পঙ্কজ শরণের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই সময়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। এটি অর্জনে পঙ্কজ শরণ ব্যাপক অবদান রেখেছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, পারস্পরিক সহযোগিতায় দুই দেশ নিরাপত্তা, কানেক্টিভিটি, বিদ্যুত, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, সংস্কৃতি এবং দুই দেশের মানুষের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ব্যাপক অগ্রগতি লাভ করেছে। এ সময় প্রধানমন্ত্রী দুই দেশের উচ্চ পর্যায়ের আরও সফরের ওপর গুরুত্ব দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ভারত শুধু আমাদের সহযোগিতাই করেনি, তারা আমাদের মানুষকে আশ্রয়ও দিয়েছিল। পঙ্কজ শরণ প্রধানমন্ত্রীর গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। এ সময় সীমান্ত চুক্তি বাস্তবায়নে ভারত সরকার ও জনগণকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পঙ্কজ শরণ বলেন, কখনও কোন সমস্যা হলে আমরা সেটা ডায়ালগের মাধ্যমে সমাধান করব। ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের কথা উল্লেখ করে ভারতের হাইকমিশনার বলেন, আপনার সফর দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করে, নতুন উচ্চতায় নিয়ে যায় দু’দেশের সম্পর্ককে। পঙ্কজ শরণও দুই দেশের উচ্চ পর্যায়ের নেতৃত্বের আরও বেশি সফরের ওপর গুরুত্ব দেন। বাংলাদেশীদের জন্য ভারতীয় ভিসা প্রদান প্রসঙ্গে হাইকমিশনার বলেন, চলতি বছরে সাড়ে ৬ লাখ ভিসা দেয়া হয়েছে। আগামী বছর ৭ লাখ হবে বলে আশা করছি। ব্রিটিশ হাইকমিশনারের বিদায়ী সাক্ষাত ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করেন গিবসন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। মুক্তিযুদ্ধ চলাকালে যুক্তরাজ্যের জনগণ ও রাজনীতিকদের সহযোগিতার কথাও স্মরণ করেন শেখ হাসিনা। সন্ত্রাসের বিরুদ্ধে তার সরকারের জিরো টলারেন্সের কথাও তুলে ধরেন বাংলাদেশের সরকারপ্রধান। সফলভাবে দায়িত্ব পালন করায় বিদায়ী হাইকমিশনারের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। দায়িত্ব পালনকালে বাংলাদেশ সরকারের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান রবার্ট গিবসন। সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রেস সচিব ইহসানুল করিম।
×