ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের ধারাবাহিক নাটক ‘সোনাভান’ ॥ বগুড়ার আঞ্চলিক ভাষায় নির্মিত হচ্ছে

প্রকাশিত: ০৪:৪৫, ৩ ডিসেম্বর ২০১৫

মুক্তিযুদ্ধের ধারাবাহিক নাটক ‘সোনাভান’ ॥ বগুড়ার আঞ্চলিক ভাষায় নির্মিত হচ্ছে

সংস্কৃতি ডেস্ক ॥ প্রথমবারের মতো বগুড়ার ভাষায় নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘সোনাভান’। ২১ নবেম্বর ২০১৫ থেকে বগুড়ার যমুনা তীরবর্তী সারিয়াকান্দিতে প্রথম ধাপের শূটিং শুরু হয়েছে। গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখে বগুড়া থিয়েটার আয়োজিত বৈশাখী মেলায় নাটকটি শুভমহরত অনুষ্ঠিত হয়। মহরত অনুষ্ঠানে বগুড়ার কৃতী সন্তান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান বগুড়ার কৃষ্টি ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং ‘সোনাভান’ ধারাবাহিক নাটকটি এটিএন বাংলায় প্রচারের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় নাটকটি নির্মাণ কাজ শুরু হয়েছে। বগুড়া থিয়েটারের ৯০ দশকের সাড়া জাগানো নাটক ‘সোনাভান’ বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়নার রচনা ও নির্দেশনায় প্রথম মঞ্চায়িত হয়। তখন এটির নাম ছিল ‘সোনাভানের পালা’। এটি বগুড়া ও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মঞ্চায়িত হয়েছে। ধারাবাহিক ‘সোনাভান’ টিভি নাটকটি প্রযোজনা করছেন জুয়েল খান। মূলগল্প তৌফিক হাসান ময়না, কাহিনী বিন্যাস চিত্রনাট্য ও সংলাপ কাজী শুসমিন আফসানা। পরিচালনায় এস এম শাহীন এবং আবদুস শহীদ মিঠু। চিত্রগ্রহণ ইকবাল ইব্রাহিম পলাশ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ, আফরোজা বানু, মীর সাব্বির, ফারহানা মিলি, শারমিন জোহা শশী, অবিদ রেহান, সাঈদ বাবু, আহসানুল হক মিনু, কল্লোল চৌধুরী, মাহমুদা মেহেরুন্নবী মাহিন, বিধান কৃষ্ণ রায়, সিজুল ইসলাম, সবুজ চন্দ্র, মাহবুব সোবহানি, ফারুক হোসেন, আবু সাঈদ সিদ্দিকি, মির্জা আহসানুল হক দুলাল, মুনসুর রহমান তানসেন, শাজাহান আলী বাদশা, রফিকুল ইসলামসহ বগুড়ার বিভিন্ন থিয়েটারের নাট্যকর্মীরা।
×