ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এই সময়ে মিম

প্রকাশিত: ০৪:৪৪, ৩ ডিসেম্বর ২০১৫

এই সময়ে মিম

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। লাক্স তারকাখ্যাত এই অভিনেত্রী নাটক টেলিফিল্মের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করছেন। শুধু তাই নয় দুই বাংলার যৌথ প্রযোজনার চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। কলকাতার সোহমের সঙ্গে মিম অভিনীত দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ‘ব্ল্যাক’ চলচ্চিত্রটি অবশ্য ইতোমধ্যে কলকাতায় মুক্তি পেয়েছে। চলচ্চিত্রটি কাল শুক্রবার বাংলাদেশেও মুক্তি পাচ্ছে। ‘ব্ল্যাক’ মুক্তির দিন দুপুরের পর ঢাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রযোজক কিবরিয়া লিপুর সঙ্গে ঘুরবেন মিম। সাম্প্রতিক সময়ের চলচ্চিত্র ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে আরটিভি জনপ্রিয় প্রতিদিনের অনুষ্ঠান তারকালাপে আজ বৃহস্পতিবার অতিথি হয়ে আসছেন তিনি। তারকালাপে তাকে নিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ আয়োজন। থাকছে বিশেষ কিছু সেগমেন্ট। এম সামসুদ্দিন মিঠুর প্রযোজনায় আরটিভি তারকালাপ প্রচার হবে আজ সকাল ১০-৪০ মিনিটে। প্রসঙ্গত, ২০০৭ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে অভিনয়ে নাম লেখান বিদ্যা সিনহা মিম। টিভি নাটকের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেরও মডেল হয়েছেন তিনি। কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয় করার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে মিমের। এরপর তিনি জাকির হোসেন রাজুর ‘আমার প্রাণের প্রিয়া’, খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকির আলো’ ও মুহাম্মাদ মোস্তফা কামাল রাজের ‘তারকাটা’ চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে মিম অভিনীত দুটি চলচ্চিত্র। চলচ্চিত্র দুটি হচ্ছে তানিয়া আহমেদ পরিচালিত ‘গুডমর্নিং লন্ডন’ আর ওয়াজেদ আলী সুমনের ‘সুইটহার্ট’। তবে সবচেয়ে আলোচনার বিষয় মীম বলিউডের অন্যতম প্রযোজক পরিচালক মহেশ ভাটের চলচ্চিত্রে অভিনয়ের অফার ফিরিয়ে দিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন। কারণ ওই চলচ্চিত্রে খোলামেলা চরিত্রে অভিনয়ের অফার দেয়া হয়েছিল বলে জানা গেছে। বগুড়ায় কলেজ থিয়েটারের নবান্ন উৎসব সংস্কৃতি ডেস্ক ॥ বগুড়ার সরকারী আজিজুল হক কলেজ থিয়েটার আয়োজনে সম্প্রতি দিনব্যাপী নবান্ন উৎসব ১৪২২ বাংলা উদ্্যাপন করা হয়। উৎসবে ছিল আনন্দ পদযাত্রা, আলোচনা সভা ও নাটক মঞ্চায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ থিয়েটারের সভাপতি আমজাদ হোসেন শোভন। প্রধান অতিথি ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সামস্্ উল আলম। বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ অধ্যক্ষ শিরিনা এনাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না, সহযোগী অধ্যাপক আবদুল কাদের, ড. বেল্লাল হোসেন, মো. রেজাউন নবী, হাসিনা আক্তার, ফারুক আহম্মেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সহ-সভাপতি আতিকুর রহমান মিঠু প্রমুখ।
×