ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শরিকদের কিছু ছাড় দিয়ে বিএনপির প্রার্থী চূড়ান্ত

প্রকাশিত: ০৮:০৪, ২ ডিসেম্বর ২০১৫

শরিকদের কিছু ছাড় দিয়ে বিএনপির প্রার্থী চূড়ান্ত

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন পৌরসভা নির্বাচনে ২৩৫টি পৌরসভায় মেয়র পদে প্রার্থী তালিকা চূড়ান্ত করে প্রত্যয়নপত্র বিতরণ শুরু করেছে বিএনপি। মঙ্গলবার রাতে রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ঢাকায় আগত প্রার্থীদের মাঝে প্রত্যয়নপত্র বিতরণ করা হয়। ৬ বিভাগের মাঝে যারা ঢাকায় আসতে পারেননি তাদের আজকের মধ্যেই প্রত্যয়নপত্র নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেয়া হবে। এছাড়া আজ ঢাকা বিভাগের দলীয় মেয়র প্রার্থীদের মধ্যে প্রত্যয়নপত্র বিতরণের মধ্য দিয়ে দলীয় প্রার্থীদের সমর্থনের কাজ শেষ করবে। কাল বৃহস্পতিবার সারাদেশে একযোগে ২৩৫টি পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করবেন বলে গুলশানের দলীয় কার্যালয় থেকে জানানো হয়েছে। মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয় থেকে দলের যুগ্ম মহাসচিব মোঃ শাজাহান স্বাক্ষরিত প্রত্যয়নপত্র গ্রহণ করেছেন রাজশাহী বিভাগের ৪৯ জনের মধ্যে ৩৩ জন, খুলনা বিভাগের ৩০ জনের মধ্যে ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ৩৭ জনের মধ্যে ৩৫ জন, রংপুর বিভাগের ২০ জনের মধ্যে ১৫ জন, সিলেট বিভাগের ১৬ জনের মধ্যে ১২ জন ও বরিশাল বিভাগের ১৭ জন প্রার্থীর মধ্যে ১২ জন প্রার্থী। গুলশান কার্যালয় সূত্র জানায়, সব প্রার্থী তালিকা চূড়ান্ত হলেও কৌশলগত কারণে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। মঙ্গলবার রাতে গুলশান অফিসে দলীয় প্রার্থীদের মধ্যে প্রত্যয়নপত্র বিতরণকালে যুগ্ম মহাসচিব মোঃ শাজাহান সাংবাদিকদের বলেন, পৌরসভা নির্বাচন বিএনপির জন্য একটি রাজনৈতিক চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার। সূত্র জানায়, জোট প্রার্থীদের জন্য বিএনপির পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) জন্য ১টি, জাতীয় পার্টির (কাজী জাফর) জন্য ১টি এবং জামায়াতকে কয়েকটি পৌরসভায় ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ের আশপাশে সারাদেশ থেকে আসা প্রার্থী ও তাদের সমর্থকদের ব্যাপক সমাগম ঘটে।
×