ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তাড়াহুড়ো নেই জিদানের

প্রকাশিত: ০৬:০৬, ২ ডিসেম্বর ২০১৫

তাড়াহুড়ো নেই জিদানের

স্পোর্টস রিপোর্টার ॥ গত জুন মাসে রিয়ালের কোচ হিসেবে যোগ দেন রাফায়েল বেনিতেজ। তার অধীনে বেশ ভালই খেলছে রিয়াল। কিন্তু এ মৌসুমে তার নেতৃত্বে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার কাছে লজ্জাজনকভাবে হার মানে রিয়াল। গত শনিবার নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মেসি-সুয়ারেজ-নেইমারের কাছে পাত্তাই পাননি রোনাল্ডো-বেল-বেনজেমারা। এরপর থেকেই সমালোচনায় রিয়াল মাদ্রিদের কোচ রাফায়েল বেনিতেজ। যে পরাজয়ের পর জুনে দায়িত্ব ছাড়তে বাধ্য হন কার্লো আনচেলত্তি। সেই একই কারণে এখন সমালোচনার মুখে রাফায়েল বেনিতেজও। এরই মধ্যে তাকে সরিয়ে দেয়ার দাবিও উঠেছে। আর বেনিতেজের জায়গায় সাবেক ফরাসী স্ট্রাইকার জিনেদিন জিদানকে কোচ করার দাবি উঠছে। যিনি বর্তমানে রিয়ালের যুব টিমের (মাদ্রিদ ক্যাসিলা) দায়িত্বে রয়েছেন। তবে যাকে নিয়ে এই দাবি, সেই জিদানের রিয়ালের কোচ হতে তেমন আগ্রহ নেই। বরং যে দায়িত্বে আছেন তাতেই সন্তুষ্ট সাবেক ফরাসী এই কিংবদন্তি ফুটবলার। এ বিষয়ে তিনি সরাসরি জানিয়ে দেন, এখনই রাফায়েল বেনিতেজের স্থলাভিষিক্ত কিংবা রিয়ালের দায়িত্ব নিতে প্রস্তুত নন তিনি। এ বিষয়ে জিদান বলেন, ‘আমি ক্যাসিলার কোচ, এখানে থেকেই আরও অনেক দূর যেতে চাই। বেনিতেজ প্রথম দায়িত্ব নিয়েছেন। সবকিছুই এই মুহূর্তে ঠিক আছে। আমি ক্যাসিলাতেই থাকতে চাই। গত বছর অনেক ভুল করেছি আমরা, সেগুলো এবার শুধরে নিতে হবে এবং আমি এখানেই সুখে আছি।’ এ সময় রিয়ালের সাবেক এই স্ট্রাইকার আরও বলেন, ‘একটু একটু করে এখনও আমি শিখছি। একটি বড় ক্লাবের পূর্ণাঙ্গ দায়িত্ব নেয়ার মত প্রস্তুতি আমার নেই। আর এ নিয়ে আমি খুব তাড়াহুড়োও করতে চাচ্ছি না।’ যারা তাকে নিয়ে এমন দাবি তুলছেন তাদের কাছে বেনিতেজের ওপর আস্থা রাখারও পরামর্শ দেন জিদান এবং দায়িত্ব নিতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি। সেইসঙ্গে রিয়ালের বর্তমান কোচ বেনিতেজেরও প্রশংসা করে জিদান বলেন, ‘বেনিতেজ এক নম্বর দলটির কোচের দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত সবকিছু ঠাকঠাক মতই চলছে।’ শনিবারের বার্সিলোনার কাছে জঘন্য হারের পরই ভক্তরা ক্লাব সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজের পদত্যাগ দাবি করেছেন। আর স্পেনের সংবাদ মাধ্যমগুলোর রিপোর্টে সমর্থকদের হতাশা দূর করতে ব্যাপক জনপ্রিয় জিদানকে ওই পদে নিয়োগ দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর রিয়াল মাদ্রিদের সমর্থকরা হতাশ। নিজেদের মাঠে এমন বাজেভাবে হারের জন্য আসলে দায়ী কে, তা নিয়ে নানা জনের নানা মত। তবে স্প্যানিশ দৈনিক ‘মার্কা’ রিয়ালের ওই হারের পর একটি জরিপ চালায়। রিয়ালের এই সঙ্কটের জন্য দায়ী কে, এমন প্রশ্নের জবাবে ১ লাখ ২০ হাজার পাঠকের ৪২ শতাংশ দায়ী করেন ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে। খেলোয়াড় কেনা ও দল গোছানোয় তার ভুল নীতির কারণেই রিয়াল মাদ্রিদের এই অবস্থা বলে মনে করেন তারা। অন্যদিকে এই সঙ্কটের জন্য কোচ রাফায়েল বেনিতেজকে দায়ী করেছেন ৩১.৯ শতাংশ ভোটদাতা। আর খেলোয়াড়দের দায়ী করেছেন ৩২ শতাংশ পাঠক। খেলোয়াড়দের মতো ক্রমে রিয়াল ভক্তদের সমর্থনও হারাচ্ছেন কোচ রাফায়েল বেনিতেজ। তাহলে কি আসলেই পদ হারাচ্ছেন সাবেক নেপোলির এই কোচ? ভক্তদের সেটাই এখন দেখার অপেক্ষা। তবে সাবেক বার্সিলোনার তারকা ফুটবলার রিভালদো জিদানকে কোচ হিসেবে সুযোগ দেয়ার এটাকেই দারুণ সুযোগ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘বার্সিলোনার সকল খেলোয়াড়কেই অভিনন্দন। মাদ্রিদে তারা নিজেদের দারুণভাবেই প্রদর্শন করেছে। রিয়াল মাদ্রিদে ইতোমধ্যেই নতুন একজন কোচ রয়েছে। আমি মনে করি জিনেদিন জিদানকে কোচ হিসেবে সুযোগ দেয়ার এটাই দারুণ সুযোগ। যেমনটা বার্সিলোনা পেপ গার্ডিওলা এবং লুইস হেনরিককে দিয়েছিল।’ স্প্যানিশ লা-লিগায় চলতি মৌসুমের প্রথম ১২ ম্যাচ শেষে শীর্ষস্থানের দল বার্সিলোনার চেয়ে এখন রিয়াল মাদ্রিদ ৬ পয়েন্ট পিছিয়ে। এই পয়েন্ট ব্যবধান টপকে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের শিরোপা জেতাটাকে অসম্ভব বলছেন অনেকেই।
×