ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিস্ফোরক মামলা

রংপুরে শিবিরের ৭ নেতাকর্মীকে ২০ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ০৫:৩২, ২ ডিসেম্বর ২০১৫

রংপুরে শিবিরের ৭ নেতাকর্মীকে ২০ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ বিস্ফোরক মামলায় ইসলামী ছাত্র শিবিরের সাত নেতাকর্মীকে ২০ বছরের কারাদ- দিয়েছে রংপুরের একটি আদালত। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদ- প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবু জাফর মোঃ কামরুজ্জামান এই আদেশ দেন। দ-প্রাপ্তরা হলো মোস্তফা কামাল, আহসান হাবিব, মেহেদী হাসান ওরফে তাওহীদ ইশবাল সৌরভ, রবিউল ইসলাম, মনোয়ার হোসেন, জামিরুল ইসলাম ওরফে আব্দুল্লাহ ও ময়নুল ইসলাম। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১৮ মার্চ দিবাগত রাত ২টায় নগরীর কারমাইকেল কলেজপাড়ার অনিওমি ছাত্রাবাস থেকে লালটেপে মোড়ানো বেশ কয়েকটি তাজা ককটেল ও বোমা, ৭ বোতল ভর্তি পেট্রোল ও রড উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রংপুর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক মোক্তারুল আলম বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে সাতজনকে আসামি করে মামলা করেন। ঘটনার পর থেকেই সাত আসামি পলাতক থাকে। তবে পরবর্তীতে মোস্তফা কামাল আর আহসান হাবিব নামের এই মামলার ২ আসামি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে। তাদের উপস্থিতিতেই বিচারকাজ সম্পন্ন হয়েছে।
×