ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘সিলেটে সিঙ্গার ফার্নিচার ফ্যামিলি ফিয়েস্তা-ফার্নিচার ও ফ্যামিলি ফেস্টিভ্যাল’

প্রকাশিত: ০৪:০৮, ২ ডিসেম্বর ২০১৫

‘সিলেটে সিঙ্গার ফার্নিচার ফ্যামিলি ফিয়েস্তা-ফার্নিচার ও ফ্যামিলি ফেস্টিভ্যাল’

আগামী ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে ৫ ডিসেম্বর (শনিবার) সিলেটে শুরু হচ্ছে ‘সিঙ্গার ফার্নিচার ফ্যামিলি ফিয়েস্তা-ফার্নিচার ও ফ্যামিলি ফেস্টিভ্যাল।’ সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, দরগাহ গেটে এ মেলা চলবে প্রতিদিন সকাল ৯.৩০ থেকে রাত ৮টা পর্যন্ত। মেলায় সিঙ্গার ফার্নিচারে আকর্ষণীয় ডিসকাউন্ট, ওয়ারেন্টি ও কিস্তি-সুবিধা ছাড়াও থাকছে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গৃহিণীদের জন্য কিচেন এ্যাপ্লায়েন্সের ব্যবহারিক প্রশিক্ষণ। -বিজ্ঞপ্তি পিভিসি পাইপ প্রস্তুতকারক সমিতির সভা অনুষ্ঠিত সম্প্রতি বাংলাদেশ পিভিসি পাইপ প্রস্তুতকারক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০১৫ ঢাকার রোকেয়া কুঞ্জ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় ২০১৫-২০১৭ দ্বিবার্ষিকী নির্বাচনে নির্বাচিত কর্মকর্তাদের পরিচিতি প্রদান করেন নির্বাচিত বোর্ডের সম্মানীত চেয়ারমান আলহাজ মোঃ নুরুল ইসলাম। নির্বাচিতরা হলেনÑ সভাপতি-মোঃ আবুল খায়ের, সহ-সভাপতি-হাজী মোঃ আবুল কাসেম ও হাজী মোঃ ইয়াছিন সরকার, সাধারণ সম্পাদক-হাজী মোঃ রাশেদ আক্তার, যুগ্ম-সম্পাদক-হাজী মোঃ সিরাজুল ইসলাম ও এনামুল হক, কোষাধ্যক্ষ-হাজী মোঃ আব্বাস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ হোসেন পাটোয়ারী প্রমুখ। -বিজ্ঞপ্তি ৬০ হাজার কোটি ভারতে লগ্নি করবে এয়ারটেল টেলিকম সংযোগের সার্বিক পরিকাঠামো উন্নয়নে আগামী তিন বছরে নতুন করে ৬০ হাজার কোটি টাকা ভারতে বিনিয়োগের কথা ঘোষণা করল ভারতী এয়ারটেল। এক মাসও হয়নি, ভারতে ১৩ হাজার কোটি টাকা লগ্নির কথা জানিয়েছিল প্রতিদ্বন্দ্বী ভোডাফোনও। ভারতী এয়ারটেলের পরিকাঠামো উন্নয়ন ও আধুনিকীকরণের লক্ষ্যে ‘প্রজেক্ট-লিপ’ শীর্ষক দশ দফার ওই কর্মসূচী কথা সোমবার জানান সংস্থার সিইও (ভারত ও দক্ষিণ এশিয়া) গোপাল ভিত্তল। -অর্থনৈতিক রিপোর্টার আধ ঘণ্টায় অর্ডার পৌঁছে দেবে ড্রোন! আধ ঘণ্টায় অর্ডার করা পছন্দের দ্রব্য মিলবে ঘরের দরজায়! সত্যিই তাই। আধ ঘণ্টার মধ্যে ক্রেতাদের হাতে তাদের পছন্দসই অর্ডার করা দ্রব্য পৌঁছে দিতে এ বার সচেষ্ট হলো অনলাইনে পণ্য বিক্রেতা এ্যামাজন। ক্রেতাদের কথা মাথায় রেখে মানববিহীন প্রাইম এয়ার ড্রোন পরিষেবা চালু করল মার্কিন বহুজাতিক সংস্থা এ্যামাজন। এ্যামাজন সংস্থা জানিয়েছে, ৫৫ পাউন্ড ওজনের ড্রোনটি পাঁচ পাউন্ড ওজন পর্যন্ত পণ্য বহন করতে সক্ষম। ‘সেন্স এ্যান্ড এ্যাভয়েড’ প্রযুক্তির মাধ্যমে কাজ করবে ড্রোনটি। ৪০০ ফুট উচ্চতা পর্যন্ত উড়তে পারবে সে। ড্রোনটি কেমন ভাবে কাজ করবে তা দেখাতে একটি ভিডিও প্রকাশ করেছে এ্যামাজন। -অর্থনৈতিক রিপোর্টার
×