ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইসলাম ও নৈতিক শিক্ষা

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:১৩, ১ ডিসেম্বর ২০১৫

নবম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ৩৫. ‘কামুস দুর্গ’ কোথায় অবস্থিত? ক) মদিনায় খ) ইরাকে গ) সিরিয়ায় ঘ) খায়বারে ৩৬. কারা মুসলিমের ন্যায় ইবাদত করে। কিন্তু তারা মুসলমান নয়? ক) কাফির খ) ফাসিক গ) মুনাফিক ঘ) মুশরিক ৩৭. মাক্কি সুরার শব্দ মালা হচ্ছে- র. শক্তিশালী রর. ভাবগম্ভীর ররর. অন্তরে প্রকম্পন সৃষ্টিকারী নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৮. কুরআন মাজিদ শিখতে হলে প্রথমে তা- র. দেখে পাঠ করতে হয় রর. হরকত , হরফ চিনতে হয় ররর. তাজবিদ শিখে নিতে হয় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৯. প্রত্যেক নর-নারীর জন্য ইসলাম শিক্ষা পাঠ করা ক) সুন্নাহ খ) ওয়াজিব গ) মুস্তাহাব ঘ) আবশ্যক ৪০. সত্যবাদিতা মানুষকে- র. পাপ ও অশালীন কাজ থেকে রক্ষা করে রর. অন্যায় ও অত্যাচার করা থেকে বিরত রাখে ররর. নৈতিক চরিত্র গঠনে উদ্বুদ্ধ করে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪১. হযরত মুহাম্মদ (স.) কেন অকথ্য নির্যাতনের শিকার হয়েছিলেন? ক) তাওহিদ প্রচার করায় খ) নতুন রাজনৈতিক মতবাদ প্রচার করায় গ) ক্ষমতা বদলে ষড়যন্ত্র করায় ঘ) ইসলামি গণতন্ত্র প্রচার করায় ৪২. মুনাফিকের শাস্তি হবে কাফির এবং মুশরিকের চেয়ে কঠিন । কারণ- র. মুনাফিকরা সমাজে চিহ্নিত মানুষ রর. মুনাফিকের অন্তরে কুফর লুকিয়ে থাকে ররর. সমাজে কাফিরদের চেয়ে মুনাফিকরা বেশি ক্ষতি করে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ৪৩. মজুর নিজেকে কী মনে করবে না? ক) বড় খ) খাটো গ) ছোট ঘ) অসহায় ৪৪. আল্লাহ মহানবি (স)-এর উপর কুরআন নাযিল করেছেন কেন? ক) উপদেশ গ্রহণের জন্য খ) সালাতে পাঠের জন্য গ) নিয়মিত তিলাওয়াতের জন্য ঘ) নিয়মিত অধ্যয়নের জন্য ৪৫. ইমান মানুষকে পরিচালিত করে- র. সত্যের পথে রর. অনৈতিকতার পথে ররর. সুন্দরের পথে নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৪৬. সূরা আশ-শামস্-এ কোন পশুর কথা উল্লেখ আছে? ক) গাভী খ) উষ্ট্রী গ) ঘোটকী ঘ) হারিনী? ৪৭. পৃথিবীতে সবচাইতে সম্মান ও মর্যাদার পেশা কী? ক) শিক্ষকতা খ) চাকরি গ) ব্যবসায় ঘ) রাজনীতি ৪৮. ‘হিলফুল ফুযুল’ - এর উদ্দেশ্য ছিল- র. অত্যাচারীকে প্রতিরোধ করা রর. অত্যাচারিতকে সাহায্য করা ররর. শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা করা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * ‘ক’ প্রায়ই ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। ৪৯. মক্কাবাসী কাদের উপর নানাভবে অত্যাচার ও নির্যাতন চালাতে থাকে? ক) মুহাজিরদের খ) আনসারদের গ) নওমুসলিমদের ঘ) কুরাইশদের ৫০. কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম কীসের হিসাব নেবেন? ক) রোযার খ) সালাতের গ) যাকাতের ঘ) হজের সঠিক উত্তর: ৩৫. (ঘ) ৩৬. (ঘ) ৩৭. (ঘ) ৩৮. (ঘ) ৩৯. (ঘ) ৪০. (ঘ) ৪১. (ক) ৪২. (গ) ৪৩. (খ) ৪৪. (ক) ৪৫. (খ) ৪৬. (খ) ৪৭. (ক) ৪৮. (ঘ) ৪৯. (গ) ৫০. (খ)
×