ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডরিন পাওয়ারের আইপিও অনুমোদন

প্রকাশিত: ০৫:৪৪, ১ ডিসেম্বর ২০১৫

ডরিন পাওয়ারের আইপিও অনুমোদন

ডরিন পাওয়ার জেনারেশনস এ্যান্ড সিস্টেমস লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার বিএসইসির ৫৬০তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি পুঁজিবাজারে দুই কোটি শেয়ার ছেড়ে ৫৮ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিকে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১৯ টাকা প্রিমিয়ামসহ ২৯ টাকা মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে কমিশন। কোম্পানির গত ৫ বছরের ওয়েটেড এভারেজ শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩ টাকা ১৯ পয়সা। ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৪ টাকা ৮৭ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার পদত্যাগ করলেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়ালি-উল-মারুফ মতিন পদত্যাগ করেছেন। সোমবার সকালে এই পদত্যাগপত্র সিএসইর পরিচালনা পর্ষদের কাছে জমা দিয়েছেন তিনি। সিএসইর চেয়ারম্যান এম এ মজিদ সাংবাদিকদের জানান, সোমবার সকালে ওয়ালি-উল-মারুফ মতিন পর্ষদের কাছে পদত্যাগপত্র দিয়েছেন। এখন নিয়ম অনুযায়ী পরবর্তী কাজ হবে। এমডির পদত্যাগসহ অন্যান্য বিষয়কে কেন্দ্র করে বৃহস্পতিবার জরুরী বোর্ড সভার আহ্বান করা হয়েছে বলেও জানান তিনি। -অর্থনৈতিক রিপোর্টার
×