ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বড়পুকুরিয়া তাপ বিদ্যুত কেন্দ্রে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ২২:৩৬, ৩০ নভেম্বর ২০১৫

বড়পুকুরিয়া তাপ বিদ্যুত কেন্দ্রে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা,পার্বতীপুর॥ বড়পুকুরিয়া তাপ বিদ্যুত প্রকল্পের প্রধান ফটকে ৪ দফা দাবীতে ক্ষতিগ্রস্থ জনসাধারনের জীবন বাঁচার সংগ্রাম কমিটির ব্যানারে আজ সোমবার বেলা ১১ টায় শান্তিপূর্ন বিক্ষোভ ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। দাবীগুলো, অত্র এলাকার বেকার ও সাধারন শ্রমিকদের কর্মসংস্থান, ঠিকাদারদের মাধ্যমে শ্রমিক নিয়োগ বন্ধ, শ্রমিকদের ন্যায্য মজুরী,বিনা কারনে শ্রমিক ছাটাই বন্ধ ও ক্ষতিগ্রস্থ এলাকার পানির বিল মওকুফ করতে হবে। কর্মসূচী চলাকালিন সময়ে পার্বতীপুর আওয়ামী লীগের সভাপতি মোঃ হাফিজুল ইসলাম প্রামানিকের নেতৃত্বে একটি টীম তাদের সাথে যোগ দেয়। শ্রমিকদের সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে তিনি ( হাফিজুল) সংগ্রাম কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক ও সদস্য সচিব হাফিজার রহমানকে সাথে নিয়ে কিভাবে সমস্যার শান্তিপূর্ন সমাধান বের করা যায় সেজন্য তাপ বিদ্যুত কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত চীনাদের সাথে দীর্ঘ সময়ে বৈঠক করেন। চীনারা বলেছেন ক্ষতিগ্রস্থদের বিষয়টি তারা দেখবেন । কোন সমস্যা হবেনা।
×