ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিজামীর আপিলে যুক্তিতর্ক শুরু

প্রকাশিত: ১৮:৫৫, ৩০ নভেম্বর ২০১৫

নিজামীর আপিলে যুক্তিতর্ক শুরু

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজমীর আপিলে যুক্তি উপস্থাপন শুরু হয়েছে। আজ সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে আসামিপক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী এস এম শাজাহান। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে রয়েছেন। আগামী ১ ও ২ ডিসেম্বর নিজামির পক্ষে যুক্তি উপস্থাপনের সুযোগ পাবেন তার আইনজীবী। রাষ্ট্রপক্ষ যুক্তি দেবে ৭ ডিসেম্বর। আসামিপক্ষ এর উত্তর দেবে ৮ ডিসেম্বর। আপিল বেঞ্চের অন্য তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর আগে ২৫ নভেম্বর আসামিপক্ষ পেপারবুক থেকে সাক্ষীদের জবানবন্দি উপস্থাপন শেষ করে। এরপর তাদের যুক্তি উপস্থাপনের জন্য আদালত ৩০ নভেম্বর দিন ঠিক করে দেয়।
×