ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উত্তরায় চার জেএমবি আটক

প্রকাশিত: ১৮:৪১, ৩০ নভেম্বর ২০১৫

উত্তরায় চার জেএমবি আটক

স্টাফ রিপোর্টার॥ রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন চার সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানান, রবিবার রাতে ওই অভিযানে বেশ কিছু বই, বিদেশি মুদ্রা ও পাসপোর্ট জব্দ করা হয়েছে। তবে আটকদের নাম বা পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। আজ সোমবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে মুনতাসিরুল ইসলাম জানান। ত্রিশালে আসামি ছিনতাই, সাভারে ব্যাংক ডাকাতি এবং সম্প্রতি হোসাইনী দালানে বোমা হামলা ও আশুলিয়ায় পুলিশ হত্যার ঘটনায় জেএমবি জঙ্গিদের জড়িত থাকার বিষয়টি পুলিশের পক্ষ থেকে জোরেশোরে বলা হচ্ছে। গত বুধবার রাজধানীর দারুস সালাম এলাকায় কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক জেএমবি সদস্য নিহত হওয়ার পর সংগঠনটির আরও পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত আল বাণী ওরফে মাহফুজ ওরফে হোজ্জা ভাইসহ গ্রেপ্তাররা ওইসব হামলায় অংশ নিয়েছে অথবা সহযোগিতা করেছে। নিহত হোজ্জা ভাইকে জেএমবির সামরিক শাখার প্রধান হিসাবে পরিচয় দিয়েছে পুলিশ।
×