ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শরনার্থী সংকট নিয়ে ইইউ র সাথে তুরস্কের সমঝোতা

প্রকাশিত: ১৮:১৫, ৩০ নভেম্বর ২০১৫

শরনার্থী সংকট নিয়ে ইইউ র সাথে তুরস্কের সমঝোতা

অনলাইন ডেস্ক॥ ইউরোপে শরণার্থী ও অভিবাসীদের স্রোত ঠেকাতে পদক্ষেপ নেয়ার বিষয়ে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্ক। ব্রাসেলসে এ নিয়ে একদিন আলোচনার পর এই মতৈক্যের খবর এলো। এই সমঝোতা অনুসারে তুরস্কে অবস্থানরত সিরিয় শরণার্থীদের সহায়তার জন্য তিনশো কোটি ডলারের বেশি অর্থ সাহায্য দেবে ইইউ। এই সংকট মোকাবেলায় আঙ্কারা এরইমধ্যে আট বিলিয়ন ডলার খরচ করে ফেলেছে। তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভু তোগলু এই সমঝোতার পর তুরস্কের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক দিন বলে বর্ণনা করেছেন। তুর্কী প্রধানমন্ত্রী বলেন, এটা শুধু তুরস্কের একার সমস্যা নয় কিংবা এটা শুধু ইউরোপের সমস্যা-তাও নয়।এই মানবিক সংকটের জন্য তুরস্ক বা ইউরোপীয় ইউনিয়নই শুধু দায়ী নয়। কিন্তু দিনশেষে এই শরণার্থী সমস্যা মোকাবেলায় আমাদের একসাথেই কাজ করতে হচ্ছে । এছাড়া ইউরোপীয় ইউনিয়নে তুরস্ককে সংযোজনের বিষয়টি নিয়েও নতুন করে আলোচনা হবে। চুক্তি অনুসারে তুরস্কের নাগরিকরা ভিসা ছাড়াই ইউরোপের শেনজেন জোনের দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন।তবে তুরস্ককে শর্তসাপেক্ষে এইসব সুবিধা দেয়া হবে। এই বছর ৭ লাখের বেশি অভিবাসী ইউরোপে প্রবেশ করেছে এবং এদের বেশিরভাগই তুরস্ক হয়ে ঢুকেছে। এদের অনেকেই সিরিয়া, ইরাক এবং আফগানিস্তান থেকে পালিয়ে আসা। বর্তমানে তাদের ঠাঁই হয়েছে তুরস্কের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে। সূত্র : বিবিসি বাংলা
×