ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুয়াশার পূর্বাভাস জানতে অত্যাধুনিক প্রযুক্তি আনছে ইতিহাদ

প্রকাশিত: ০৬:০২, ৩০ নভেম্বর ২০১৫

কুয়াশার পূর্বাভাস  জানতে অত্যাধুনিক  প্রযুক্তি আনছে ইতিহাদ

স্টাফ রিপোর্টার ॥ এবার কুয়াশার পূর্বাভাস ও পর্যবেক্ষণ ব্যবস্থা জানার জন্য অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োগের উদ্যোগ নিয়েছে ইতিহাদ। যাত্রী অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি এ্যাভিয়েশন খাতের চাহিদা পূরণে সহায়তার জন্য ইতিহাদ একটি চুক্তি স্বাক্ষর করেছে গবেষণাধর্মী বিজ্ঞান ও প্রযুক্তিগত বিশ্ববিদ্যালয় মাসদার ইনস্টিটিউটের সঙ্গে। ইউএই ইনোভেশন সপ্তাহ ২০১৫-এর প্রথম দিনে স্বাক্ষরিত চুক্তি অনুসারে সিস্টেমটি ইতিহাদ এয়ারওয়েজের কার্যক্রমে সহযোগিতা করার পাশাপাশি আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরজুড়ে নির্ভুল কুয়াশা ও বিচ্ছুরণের পূর্বাভাস প্রদান করবে। উপগ্রহভিত্তিক সরঞ্জাম প্রদান ছাড়াও এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম বৃদ্ধিতে এয়ারলাইনের সহায়ক হবে। এয়ারলাইনের পক্ষ থেকে ইতিহাদের নেটওয়ার্ক অপারেশন বিভাগের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ক্রিস ইউলটেন এবং মাসদার ইনস্টিটিউটের অন্তর্বর্তীকালীন প্রভোস্ট ড. বিহ্জাত আল ইউসুফ চুক্তি স্বাক্ষর করেন।
×