ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিলান-তুরিনোর জয়

প্রকাশিত: ০৫:৫৯, ৩০ নভেম্বর ২০১৫

মিলান-তুরিনোর  জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরিএ লীগে জয় পেয়েছে এসি মিলান ও তুরিনো। শনিবার মিলান ৪-১ গোলে রীতিমতো উড়িয়ে দিয়েছে সাম্পদোরিয়াকে। দিনের অন্য ম্যাচে তুরিনো ২-০ গোলে জিতেছে বোলোগনার বিপক্ষে। এই জয়ের ফলে লীগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে এসি মিলান। মৌসুমের প্রথম ১৪ ম্যাচের সাতটিতে জয় পেয়েছে তারা। দুই ম্যাচে ড্র আর বাকি পাঁচটিতে হেরে ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে মিলান। অন্যদিকে তুরিনোর অবস্থান পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে। ১৪ ম্যাচের ছয়টিতে জয় আর তিনটিতে ড্র করা তুরিনো বাকি পাঁচ ম্যাচে হেরেছে। তবে এবারের মৌসুমে সবার ওপরে অবস্থান করছে ইন্টার মিলান। ১৩ ম্যাচে তাদের দখলে ৩০ পয়েন্ট। তবে সিরিএ লীগে বাজে সময় পার করছে জুভেন্টাস। গত কয়েক মৌসুম ধরেই রাজত্ব করছে যারা। এবারের আসরে ১৩ ম্যাচে জয় মাত্র ছয়টিতে। অথচ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে ফেলেছে তারা। ইউরোপ সেরার লড়াইয়ে ভাল পারফর্মেন্স উপহার দিলেও জুভেন্টাসের কোচ চান সিরিএ লীগেও স্বরূপে ফিরতে। তার মতে এখনও লীগে ফেরার সময় আছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসের।
×