ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিস্তেলরয়ের রেকর্ড ভেঙ্গে টানা ১১ ম্যাচে গোল করার অবিস্মরণীয় কীর্তি ভার্ডির

পয়েন্ট তালিকায় শীর্ষে ম্যানচেস্টার সিটি

প্রকাশিত: ০৫:৫৮, ৩০ নভেম্বর ২০১৫

পয়েন্ট তালিকায় শীর্ষে ম্যানচেস্টার সিটি

স্পোর্টস রিপোর্টার ॥ ইতিহাসের সোনালী পাতায় জায়গা করে নিলেন জেমি ভার্ডি। ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে যা কেউ করতে পারেননি। একবিংশ শতাব্দীতে সেটাই করে দেখালেন লিচেস্টার সিটির এই তারকা ফুটবলার। প্রিমিয়ার লীগে টানা ১১ ম্যাচে গোল করার অবিস্মরণীয় কীর্তি গড়লেন জেমি ভার্ডি। শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয় চলতি মৌসুমের শুরু থেকেই সবাইকে চমকে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠা দল লিচেস্টার সিটি। আর ম্যানইউর বিপক্ষে ম্যাচের ২৪ মিনিটেই গোল করে লিচেস্টার সিটিকে এগিয়ে দেন জেমি ভার্ডি। সেইসঙ্গে রুড ভন নিস্তেলরয়ের রেকর্ডকে ভেঙ্গে টানা ১১ ম্যাচে গোল করার বিস্ময়কর এক কীর্তি গড়েন তিনি। এর আগে প্রিমিয়ার লীগের ইতিহাসে টানা ১০ ম্যাচে গোল করার রেকর্ড গড়েছিলেন রুড ভন নিস্তেলরয়। এবার তাকে ছাড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন ভার্ডি। কিন্তু এদিন ম্যাচটি জিততে পারেনি লিচেস্টার সিটি। প্রতিপক্ষ শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েও ড্রয়ের স্বাদ পেতে হয় তাদের। মূলত ম্যানচেস্টার ইউনাইটেডের বাস্তিয়ান শোয়েইনস্টেইগার গোল করলে সমতায় ফিরে লুইস ভ্যান গালের দল। দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হলে ড্রয়ে শেষ হয় ম্যাচটি। দিনের অন্য ম্যাচে এদিন সহজেই জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডেরই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। এদিন তারা ৩-১ গোলে হারায় সাউদাম্পটনকে। তবে বড় জয় পায় ক্রিস্টাল প্যালেস। স্বাগতিক ক্রিস্টাল প্যালেস এদিন ৫-১ গোলের লজ্জা উপহার দেয় নিউক্যাসল ইউনাইটেডকে। তবে ড্র করলেও এদিন সব আলো এককভাবে জেমি ভার্ডিই কেড়ে নিয়েছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা সাবেক ডাচ ফুটবলার রুড ভন নিস্তেলরয়ের দখলে ছিল এর আগের রেকর্ডটি। যিনি মাঠের খেলা ছেড়ে এখন কোচিংয়ে মনোনিবেশ করেছেন। বর্তমানে হল্যান্ড জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করছেন তিনি। গত সপ্তাহে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গোল করে প্রিমিয়ার লীগে টানা ১০ ম্যাচ গোল করে রুডকে স্পর্শ করেছিলেন ভার্ডি। আর শনিবার ম্যানইউর বিপক্ষে ড্র হওয়া ম্যাচে গোল করে তাকে ছাড়িয়ে গেলেন লিচেস্টার সিটির এই ইংলিশ ফরোয়ার্ড। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৪ গোল করে লীগে সর্বোচ্চ গোলদাতার জায়গাটাও দখল করে রেখেছেন তিনি। ম্যানইউর বিপক্ষে দুর্দান্ত গোলের পর উচ্ছ্বাসিত ভার্ডি। এ বিষয়ে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি এই গোল পাওয়ায় অত্যন্ত আনন্দিত। আমি প্রত্যেকটি ম্যাচেই নিজের মতো খেলতে যাই। রেকর্ডের বিষয়টি আমার মনে ছিল না। তাহলে সেটি হয়তো আমার খেলাকে বাধাগ্রস্ত করত।’
×