ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মার্সেল দাবার পুরস্কার বিতরণ আজ

প্রকাশিত: ০৫:৫৭, ৩০ নভেম্বর ২০১৫

মার্সেল দাবার পুরস্কার বিতরণ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ দাবা বুদ্ধি ও মেধার খেলা। কিন্তু দাবায় পৃষ্ঠপোষক পাওয়া কঠিন। কারণ দাবা গতিশীল কোন খেলা নয়। তারপরও বাংলাদেশ দাবা ফেডারেশনের সঙ্গে কাজ করছে দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। অন্যবারের মতো এবারও ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড ‘মার্সেল’-এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হয় ‘মার্সেল প্রথম বিভাগ দাবা লীগ-২০১৫’। ১০ দিনব্যাপী এই প্রতিযোগিতা আজ পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে শেষ হবে। সকাল ১১টায় বাংলাদেশ দাবা ফেডারেশনের হল রুমের প্রথম বিভাগ লীগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শামীম আল মামুন, হেড অব মার্কেটিং মার্সেল (সাউর্থ), আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক এবং ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে.এম শহীদুল্লাহ। ৪ জন নিয়মিত ও ২ জন অতিরিক্ত খেলোয়াড় নিয়ে দাবা দল গঠন করা হয়। লীগের খেলা রাউন্ড-রবিন লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। মার্সেল প্রথম বিভাগ দাবা লীগ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল আগামী ২০১৬ সালের প্রিমিয়ার বিভাগ দাবা লীগে অংশগ্রহণের সুযোগ পাবে। প্রথম বিভাগ লীগের চ্যাম্পিয়ন ১৫ হাজার টাকা, ট্রফি ও মেডেল এবং রানার্সআপ দলকে ১০ হাজার টাকা, ট্রফি ও মেডেল দেয়া হবে ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে ট্রফি ও মেডেল দেয়া হবে। এ ছাড়া প্রত্যেক বোর্ডে শতকরা হারে সর্বোচ্চ ফলাফল লাভকারী খেলোয়াড়দের বোর্ড পুরস্কার দেয়া হবে।
×