ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দরবৃদ্ধির শীর্ষে ফু-ওয়াং সিরামিক

প্রকাশিত: ০৩:৫০, ৩০ নভেম্বর ২০১৫

দরবৃদ্ধির শীর্ষে ফু-ওয়াং সিরামিক

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং সিরামিক রবিবার টপটেন গেইনারের নেতৃত্বে রয়েছে। শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ১ পয়সা বা ৯ দশমিক ৪৮ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১২ টাকা ৭০ পয়সা দরে। এদিন কোম্পানির ২৫ লাখ ৮০ হাজার ৩৮১টি শেয়ার ৮৭৯ বারে লেনদেন হয়। গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কাশেম ড্রাইসেলস। কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৮ টাকা ৬ পয়সা বা ৮ দশমিক ৭১ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১০৭ টাকা ৩০ পয়সা দরে। কোম্পানির ৯ লাখ ৩২ হাজার ৩৯৪টি শেয়ার ১ হাজার ৮৫৭ বারে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে রয়েছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স। শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ২ পয়সা বা ৯ দশমিক ৬৮ শতাংশ। এছাড়া গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মালেক স্পিনিং মিলস, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ, ট্রাস্ট ব্যাংক, লিন্ডে বিডি, সি এ্যান্ড এ টেক্সটাইল, এস আলম কোল্ড রোল্ড স্টিলস এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড।
×