ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিএসইতে সূচক বাড়লেও সিএসইতে কমেছে

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৩:৫০, ৩০ নভেম্বর ২০১৫

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় লেনদেন বাড়লেও শরিয়াহ সূচকটি সামান্য কমেছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের মিশ্রাবস্থার সঙ্গে লেনদেনও কমেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে লেনদেন হয়েছে ৪০৫ কোটি টাকার। যা আগের দিনের তুলনায় ৫৭ কোটি টাকা বা ১৬ শতাংশ বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৪৮ কোটি টাকার শেয়ার। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১০০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৩০ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলোÑ ইফাদ অটোস, স্কয়ার ফার্মা, কেডিএস এক্সেসরিজ, এএফসি এ্যাগ্রো, ট্রাস্ট ব্যাংক, সামিট পাওয়ার, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, সাইফ পাওয়ারটেক, কাশেম ড্রাইসেলস এবং সি এ্যান্ড এ টেক্সটাইল। দিনটিতে শীর্ষ দরপতনের তালিকায় উঠে এসেছে বস্ত্র খাতের তিন কোম্পানি। আজ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৩টি রয়েছে বস্ত্র খাতের। কোম্পানি ৩টি হচ্ছে - ডেল্টা স্পিনার্স লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ফার ইস্ট নিটিং এ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রবিবার ডেল্টা স্পিনার্স লিমিটেড লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে। শেয়ারটির দর কমেছে ৫ পয়সা বা ৫ দশমিক ১৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৯ টাকা ২০ পয়সা দরে। এদিন কোম্পানির ৭ লাখ ৬৭ হাজার ৫০৮টি শেয়ার ৩৩২ বারে লেনদেন হয়। বস্ত্র খাতের সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১ টাকা ২ পয়সা বা ৪ দশমিক ৮৪ শতাংশ দর কমে তালিকার পঞ্চম স্থানে রয়েছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ২৩ টাকা ৬০ পয়সা দরে। এদিন কোম্পানির ২২ লাখ ৫০ হাজার ৪টি শেয়ার ৪ হাজার ৪৯৫ বারে লেনদেন হয়। ফার ইস্ট নিটিং এ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২ টাকা ১ পয়সা বা ৯ দশমিক ০৫ শতাংশ কমে লুজারের ষষ্ঠ স্থানে রয়েছে। এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- উসমানিয়া গ্লাস, আইপিডিসি, প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, লিবরা ইনফিউশন এবং আনোয়ার গ্যালভানাইজিং। একইসঙ্গে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৮৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১১৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : কেডিএস এক্সেসরিজ, এএফসি এ্যাগ্রো, সিমটেক্স, সামিট পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, অলিম্পিক এক্সেসরিজ, সি অ্যান্ড এ টেক্সটাইল, ফার কেমিক্যাল, সাইফ পাওয়ার ও কাসেম ড্রাইসেল।
×