ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাইবান্ধায় সুরবাণীর প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৩:৩০, ৩০ নভেম্বর ২০১৫

গাইবান্ধায় সুরবাণীর প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধার ঐতিহ্যবাহী সংগঠন সুরবাণীর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কৃতী নৃত্যশিল্পীদের সংবর্ধনা উপলক্ষে শনিবার রাতে নিজস্ব মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুরবাণীর প্রশিক্ষক ও কৃতী নৃত্যশিল্পী রবিউল ইসলাম এবং অনুরাগ আকন্দ ফাহিমকে সংবর্ধনা দেয়া হয়। সুরবাণীর সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, গণউন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আবদুস সালাম। আরও বক্তব্য রাখেনÑ সুরবাণীর সদস্য ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, গোবিন্দলাল দাস, সাইফুল আলম সাকা, সাকোয়াত হোসেন বিপ্লব প্রমুখ। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে জুয়েল মাহমুদ, মাসুদ মেহেদী, জাফরিন আকতার সুমি, হযরত আলী, তোফাজ্জল হোসেন, পরিতোষ সরকার, প্রতিমা রাণী, পূজা রাণী মোদক, আব্দুল আজিজ, কামরুজ্জামান চান, তিথী সরকার, রশিদুল ইসলাম, পারমিতা, মতিয়ার, মাছুম। নাচে- তাসলিমা, তমালিকা, লগ্ন, ফাহিম, সেজুতি, কর্নিয়া, মিমতা ইসলাম, অর্থী, সোনামণি, সৃষ্টি ও দৃষ্টি। যন্ত্রে ছিলেনÑ বিভূতি ভূষণ দাস, আকতারুজ্জামান খান মহব্বত, বাদশা, রফিকুল, রফিক শাহ।
×