ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুদ্ধের জন্য প্রস্তুত রোবট

প্রকাশিত: ০৩:২৮, ৩০ নভেম্বর ২০১৫

যুদ্ধের জন্য প্রস্তুত রোবট

বেজিংয়ে চলা ২০১৫ রোবট সামিটে যুদ্ধে ব্যবহারের জন্য অত্যাধুনিক তিনটি রোবট প্রকাশ্যে এনেছে চীন। রোবট প্রস্তুতকারী সংস্থার দাবি, সন্ত্রাসের বিরুদ্ধে কিংবা শত্রুপক্ষকে দমনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এই রোবট। যুদ্ধক্ষেত্রে এগুলো রাইফেল এবং গ্রেনেড লাঞ্চার পৌঁছে দিতে সক্ষম। এছাড়াও বিষাক্ত গ্যাস ও বিস্ফোরক শনাক্ত, নজরদারি চালিয়ে পাওয়া তথ্য সেনাদের জানিয়ে দিতে পারবে অর্ডিন্যান্স ডিসপোজাল বা ইওডি নামের এই রোবট। এই তিন রোবটের দাম প্রায় ২ লাখ ৩৫ হাজার ডলার। -ওয়েবসাইট
×