ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণ্যবাদকে উৎসাহ দিচ্ছে মোদি সরকার ॥ অরুন্ধতী

প্রকাশিত: ০৩:২৭, ৩০ নভেম্বর ২০১৫

ব্রাহ্মণ্যবাদকে উৎসাহ দিচ্ছে মোদি  সরকার ॥ অরুন্ধতী

ম্যান বুকার পুরস্কারজয়ী ভারতের প্রখ্যাত লেখিকা অরুন্ধতী রায় অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার হিন্দু জাতীয়তাবাদের নামে ব্রাহ্মণ্যবাদকে উৎসাহিত করছে। ‘অসহিষ্ণুতা’র মতো শব্দ ওই ‘ভয়’কে উল্লেখ করার জন্য যথেষ্ট নয়, যার মধ্যে ভারতের সংখ্যালঘুরা এখন বসবাস করছে। খবর জি নিউজের। অরুন্ধতীর এ ধরনের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে শনিবার ডানপন্থী হিন্দুত্ববাদী কর্মীরা বিক্ষোভ দেখায় এবং তাকে ‘জাতীয়তা বিরোধী’ বলে আখ্যা দিয়েছে। পুনেতে শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি উপস্থিত হওয়ায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ছাত্র শাখা ‘অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ’ কর্মীরা ব্যাপক বিক্ষোভ দেখায়। এ অনুষ্ঠানে অরুন্ধতীকে খ্যাতনামা সমাজ সংস্কারক মহাত্মা জ্যোতিবা ফুলের নামাঙ্কিত জ্যোতিবা ফুলে পুরস্কার দিয়ে সম্মান জানানো হয়।
×