ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খান-এ-সবুরের নামে স্থাপনার তালিকা চেয়েছে হাইকোর্ট

প্রকাশিত: ০১:০১, ২৯ নভেম্বর ২০১৫

খান-এ-সবুরের নামে স্থাপনার তালিকা চেয়েছে হাইকোর্ট

স্টাফ রিপোর্টার। । একাত্তরের মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতাবিরোধী খান-এ-সবুরের নামে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় স্থাপনা ও প্রতিষ্ঠানের তালিকা চেয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ খুলনার মেয়রকে ১৫ দিনের মধ্যে ওই তালিকা আদালতে জমা দিতে আদেশ করেন। এর আগে গত ৩ নভেম্বর খান-এ-সবুর সড়ক ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান মিলনায়তনের নাম প্রত্যাহারে এক সপ্তাহ সময় দিয়েছিলো হাইকোর্ট। এ আদেশ বাস্তবায়নের প্রতিবেদন আদালতে দাখিলের পর রোববার এই আদেশ দেন। স্বাধীনতাবিরোধীদের নামে স্থাপনা নামকরণ প্রত্যাহারের নির্দেশনা চেয়ে ২০১২ সালে হাইকোর্টে একটি রিট করেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ও শাহরিয়ার কবির। ওই রিটের পরিপ্রেক্ষিতে একই বছরের ১৪ মে ওই দুই স্থাপনা থেকে স্বাধীনতাবিরোধীদের নাম প্রত্যাহারের আদেশ দেন। আদেশে বলা হয়, খুলনা মহানগরীর খান-এ-সবুর সড়কের নাম প্রত্যাহার করে আগের ‘যশোর রোড’ নামটি ব্যবহার করতে হবে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘শাহ আজিজুর রহমান’ মিলনায়তনের নাম প্রত্যাহার করতে হবে।
×