ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কক্সবাজারে তিন উপজেলায় ১ পিআইও

প্রকাশিত: ১৮:৫৬, ২৯ নভেম্বর ২০১৫

কক্সবাজারে তিন উপজেলায় ১ পিআইও

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারে জনবহুল ও সীমান্তবর্তী ৩টি উপজেলায় ১ জন মাত্র উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দায়িত্ব পালনে রয়েছেন। জেলার রামু, উখিয়া ও টেকনাফ ৩টি উপজেলার দায়িত্ব পালন করছেন রামু উপজেলায় নিযুক্ত পিআইও মো: জুবাইর হাসান। উখিয়া এবং টেকনাফ উপজেলায় অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে তাকে। এতে টেস্ট রিলিফ, জিআর, কাজের বিনিময়ে খাদ্য কর্মসুচী (কাবিখাক) টাকার বিনিময়ে খাদ্য কর্মসুচী (টাবিখাক), অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসুচী (ইজিপিপি), ব্রিজ নির্মাণ, এমপি’র বিশেষ বরাদ্দসহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন যাবতীয় কাজে স্থানীয় জনগণ সেবা পাচ্ছে না বলে জানা গেছে। এমতাবস্থায় ৩টি জনবহুল, সীমান্তবর্তী ও রোহিঙ্গা অধ্যুষিত উপজেলায় একজন মাত্র পিআইও দায়িত্ব পালন করায় জগাখিচুড়ি অবস্থা হয়ে কোন উপজেলায় কাজের কাজ কিছুই হচ্ছেনা বলে জানিয়েছেন জনপ্রতিনিধি ও সচেতন মহল।
×