ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চাঙ্গা জার্মান অর্থনীতি

প্রকাশিত: ০৫:৪৫, ২৯ নভেম্বর ২০১৫

চাঙ্গা জার্মান অর্থনীতি

জার্মান অর্থনীতিতে চনমনে অবস্থা বিরাজ করছে। প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে দেশটির অর্থনীতি তুলনামূলক শ্লথ থাকলেও অভ্যন্তরীণ ভোগব্যয়ের কল্যাণে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি দশমিক তিন শতাংশ বেড়েছে। এই প্রান্তিকে বেসরকারী ভোগব্যয় বেড়েছে দশমিক ছয় শতাংশ এবং সরকারী ব্যয়ও বেড়েছে এক দশমিক তিন শতাংশ। বিশ্ব বাণিজ্যে নিম্নমুখী বিশ্ব বাণিজ্যর গতি খুবই মন্থর। ছয় বছর আগের আর্থিক সঙ্কটের পর এখনই সবচেয়ে ধীরগতিতে চলছে বিশ্ব বাণিজ্য। বিশ্ব বাণিজ্য সংস্থার হিসেবে এ বছর বিশ্ব বাণিজ্য প্রবৃদ্ধি থাকবে মাত্র ২ দশমিক ৮ শতাংশ। এই শ্লথ গতি বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারকে মারাত্মকভাবে প্রভাবিত করবে বলে আশঙ্কা করছে তারা। মূলত উদীয়মান অর্থনীতির দুর্বলতাই এর জন্য দায়ী। মন্দ ঋণের পাহাড় ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ব্যাংকগুলোতে মন্দ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার। এই বিপুল মন্দ ঋণ ইইউর জিডিপির ৭ দশমিক ৩ শতাংশের সমান। ইউরোপিয়ান ব্যাংকিং অথরিটির হিসেব অনুযায়ী ইইউভুক্ত ব্যাংকগুলোতে গড়ে ৫ দশমিক ৬ শতাংশ মন্দ ঋণ রয়েছে যা ব্যাংকিং খাতের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন বিশ্লেষকরা।
×