ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘দ্য হাঙ্গার গেমস : মকিংজে-২’ চলচ্চিত্রের বক্স অফিস জয়

প্রকাশিত: ০৪:১৮, ২৯ নভেম্বর ২০১৫

‘দ্য হাঙ্গার গেমস : মকিংজে-২’ চলচ্চিত্রের বক্স অফিস জয়

সংস্কৃতি ডেস্ক ॥ থ্যাঙ্কসগিভিংয়ের ছুটিতে এক লাফে যুক্তরাষ্ট্রের বক্স-অফিসে শীর্ষে উঠে এসেছে ‘হাঙ্গার গেমস’ মকিংজে পার্ট-টু’। চলচ্চিত্রটি ২৬ তারিখ আয় করেছে ১ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার। সব মিলিয়ে ছয় দিনে মোট আয় হয়েছে ১৩ কোটি ৬৩ লাখ ডলার। বিশ্বব্যাপী হিসাব করলে, ইতোমধ্যেই ৩২ কোটি মার্কিন ডলার আয় করে ফেলেছে ‘মকিংজে পার্ট-টু’। যদিও এর শুরুটা হয়েছিল ‘হাঙ্গার গেমস’ সিরিজের সবচেয়ে কম আয়ের চলচ্চিত্র হিসেবে। বিশ্লেষকদের মতে, মকিংজে পার্ট-টুর সিংহাসনে ভাগ বসাতে হাড্ডাহাড্ডি লড়াই করছে ‘ক্রিড’ ও ‘দ্য গুড ডাইনোসর’। ২৫ নবেম্বর একসঙ্গে মুক্তি পেয়ে ভাল সাড়া পেয়েছে চলচ্চিত্র দুটি। অপরদিকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত রাজত্ব করার পর ‘মকিংজে-২’কে নিজের শীর্ষ আসনটি ছেড়ে দিয়েছে বন্ড ফিল্ম ‘স্পেক্টার’। বর্তমানে দুই নম্বরে থাকা চলচ্চিত্রটি এ সপ্তাহে আয় করেছে দেড় লাখ ডলার, ‘স্পেক্টার’-এর আয়ের খাতা ভরেছে ১৫ কোটি ৪০ লাখ ডলার দিয়ে। মার্কিন লেখক সুজান কলিন্সের লেখা ‘হাঙ্গার গেমস’ ট্রিলজির শেষ গ্রন্থ ‘মকিংজে’ অবলম্বনে তৈরি নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘দ্য হাঙ্গার গেমস’। শুক্রবার ঢাকায় মুক্তি পেয়েছে ‘দ্য হাঙ্গার গেমস’ সিরিজের শেষ চলচ্চিত্র ‘দ্য হাঙ্গার গেমস : মকিংজে-২’। হলিউডে সাড়া জাগানো এই চলচ্চিত্রটি ঢাকার ব্লকবাস্টার সিনেমাসে শুক্রবার মুক্তি দেয়া হয়। ২ ঘণ্টা ১৭ মিনিট ব্যাপ্তির ‘দ্য হাঙ্গার গেমস : মকিংজে-২’ এখনও আছে হলিউড টপচার্টের শীর্ষে। এটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ২০ কোটি ডলার। ফ্রান্সিস লরেন্স পরিচালিত চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জেনিফার লরেন্স, জুলিয়ান মুর, জশ হাচারসন, লিয়াম হেমসওয়ার্থ, উডি হ্যারেলসন, ডোনাল্ড সাদারল্যান্ড, এলিজাবেথ ব্যাঙ্কস, ফিলিপ সিমুর হফম্যান প্রমুখ।
×