ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এ্যান্ড্রয়েড ডিভাইসে এ্যাপল মিউজিক

প্রকাশিত: ০৫:৫১, ২৮ নভেম্বর ২০১৫

এ্যান্ড্রয়েড ডিভাইসে  এ্যাপল মিউজিক

এ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য উন্মুক্ত হলো এ্যাপল মিউজিক। গুগল প্লে স্টোরে এ্যাপটি আনুষ্ঠানিকভাবে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। আপাতত চীন বাদে যেসকল দেশে এ্যাপল মিউজিক উন্মুক্ত করা হয়েছে, সেসব অঞ্চলেই এ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীরা এই সেবাটি উপভোগ করতে পারবেন। গত গত জুন মাসে ১০০টির বেশি দেশে আনুষ্ঠানিকভাবে এ্যাপল মিউজিক চালু করা হয়। গ্রাহকদের জন্য প্র্রথম একমাস বিনামূল্যে ব্যবহারেরও সুযোগ দেয় এ্যাপল। গত মাসে এ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানান, বর্তমানে এ্যাপল মিউজিকের গ্রাহক সংখ্যা ৬৫ লাখ ছাড়িয়ে গেছে। তবে এই সংখ্যা শুধুমাত্র এ্যাপল ডিভাইসের জন্য ছিল। বর্তমানে বিশ্বের স্মার্টফোন বাজারে সবচেয়ে বড় দখল রয়েছে এ্যান্ড্রয়েডের। সে হিসেবে এ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য এ্যাপল মিউজিক চালু করায় শীঘ্রই এই সেবাটির ব্যবহারকারীর সংখ্যা বিপুল পরিমাণে বৃদ্ধি পাবে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।
×