ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপস

প্রকাশিত: ০৫:৫১, ২৮ নভেম্বর ২০১৫

ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপস

বিশ্বে বহুল প্রচলিত ও জনপ্রিয় গুগল এ্যাপ বা সাইট গুগল ম্যাপসের গুরুত্বপূর্ণ আপডেট হলো অফলাইন মুড। অর্থাৎ ব্যবহারকারীর ডিভাইসের ইন্টারনেট বন্ধ রাখলেও যে কোন জায়গা খুঁজে দেবে গুগল ম্যাপস। গুগলের ডেভেলপার সম্মেলনে এ এ্যাপসের আপডেট ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, ইন্টারনেট না থাকলেও টার্ন বাই টার্ন পথ দেখাবে গুগল ম্যাপস। রিভিউ ফর বিজনেস অন্তর্ভুক্ত করা হয়েছে গুগল ম্যাপসে। এ ফিচারটিও অফলাইনে কাজ করবে। চলতি বছরের শেষে আপডেট গুগল ম্যাপস ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এছাড়া পার্সোনাল এ্যাসিস্ট্যান্ট সেবা ‘গুগল নাউ’কে প্রতিষ্ঠানের মোবাইল অপারেটিং সিস্টেম এ্যান্ড্রয়েডের সঙ্গে একীভূত করা হয়েছে। এতে ভয়েস কমান্ডের মাধ্যমেই গ্রাহকরা ইউবার ক্যাবস ও প্লে মিউজিক অন পান্ডোরা ব্যবহার করতে পারবেন। গুগল নাউয়ের একটি নতুন ফিচার হলো ‘নাউ অন ট্যাপ’। এটির সাহায্যে এ্যান্ড্রয়েড ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট স্ক্রিনের চলমান বিষয় ট্র্যাক করা যাবে এবং ব্যবহারকারীকে উত্তর জানাবে স্বাভাবিক ভাষায়।
×