ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২০১৭ মধ্যে গুগলের ড্রোন সরবরাহ সেবা চালু

প্রকাশিত: ০৫:৫১, ২৮ নভেম্বর ২০১৫

২০১৭ মধ্যে গুগলের ড্রোন  সরবরাহ সেবা চালু

আমাজন বা ওয়াল-মার্টের মতো কোম্পানি ড্রোন দিয়ে পণ্য সরবরাহ শুরু করেছে অনেক আগেই। এবার নিজেদের ড্রোন বাজারে আনার পাক্কা সময়ের কথা জানিয়েছে গুগল। ওয়াশিংটনে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের এক সভায় গুগলের নির্বাহী দেব ভোস বলেন, ২০১৭ সালের মধ্যে বাণিজ্যিক এই সেবাটি মাঠে আসবে। গুগল পরবর্তীতে ভোসের বক্তব্য উল্লেখ করে জানিয়েছে, এই সেবাটি তাদের প্রজেক্ট উইং টেকনোলজির মাধ্যমে পার্সেল সরবরাহ করবে। অস্ট্রেলিয়াতে গুগল তাদের প্রজেক্ট উইং পরীক্ষা চালিয়েছে। স্থানীয় কৃষকদের কাছে ফার্স্ট এইড বক্স থেকে শুরু করে চকোলেট এমনকি কুকুরের খাবারসহ যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী ড্রোনের মাধ্যমে পাঠিয়ে তারা এই পরীক্ষাটি চালায়। ইংল্যান্ডে বাণিজ্যিক ড্রোনের জন্য নতুন আইন চালু করেছে গুগল। প্রাইভেট সেক্টর এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম স্থাপনের ক্ষেত্রে দায়িত্ব পালন করবে। যেখানে তিনি ট্রান্সপোর্টেশন টাস্ক ফোর্সের কো-চেয়ারের কাজটি করবেন যাতে সরকারী খাতায় এসবের হিসেব থাকে।
×