ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জানা-অজানা

প্রকাশিত: ০৫:৪৯, ২৮ নভেম্বর ২০১৫

জানা-অজানা

পুরো একটা দিনের হিসাব হয় ২৪টি ঘণ্টা গুনে। এই ধারণাটির জন্ম হয় প্রাচীন মিসরে। ২৪টি ঘণ্টাকে দুই ভাগে ভাগ করে একদিনের ধারণা তৈরি হয়। ১২ ঘণ্টা চলে যায় দিনের প্রথম ভাগে, বাকি ১২ ঘণ্টা দিনের দ্বিতীয় ভাগে। তবে এই ২৪ ঘণ্টা কিন্তু সে সময় সমানভাবে সূর্যের আলো থাকা ও না-থাকার সময়ের মধ্যে বিভক্ত করে দেয়া সম্ভব হয়নি। খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকে এই ২৪ ঘণ্টা পদ্ধতিতে আসে আমূল পরিবর্তন। ওই সময়ের প্যাপিরাস বার্তায় এ-সংক্রান্ত ইতিহাস খুঁজে পাওয়া যায়। এই সময়ে প্রতিটি ঘণ্টার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য চূড়ান্ত করা হয়। তবে প্রতি ঘণ্টায় যে ৬০ মিনিট, আর প্রতি মিনিটে যে ৬০ সেকেন্ড, সেটার উদ্ভাবন ঘটান মেসোপটেমিয়ার বিজ্ঞানীরা।
×