ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাঠক টানতে পারছে না জেলা পাবলিক লাইব্রেরিগুলো

প্রকাশিত: ০৫:৪৬, ২৮ নভেম্বর ২০১৫

পাঠক টানতে পারছে না জেলা পাবলিক লাইব্রেরিগুলো

প্রচুর বইয়ের সংগ্রহ। সুযোগ-সুবিধাও পর্যাপ্ত। তবু পাঠক টানতে পারছে না জেলা পাবলিক লাইব্রেরিগুলো। এজন্য প্রচার-প্রচারণার অভাবকেই দায়ী করছেন পাঠকরা। কর্তৃপক্ষ অবশ্য বলছে, টাকার অভাবে জোরেশোরে প্রচারণা চালানো যাচ্ছে না। যশোর গণগ্রন্থাগারে বই আছে প্রায় ৩৪ হাজার। শীতাতপ নিয়ন্ত্রিত এই পাঠাগারে একসঙ্গে বই পড়তে পারেন আড়াইশো জন। বই বাসায় নিয়ে যাওয়ারও সুযোগ রেখেছে রেখেছে কর্তৃপক্ষ। তবু পাঠক নেই বললেই চলে। পাঁচ বছর আগে তিন কোটি টাকা খরচে নির্মাণ হয় গ্রন্থাগারটি। এত দিনেও শহরের মানুষের কাছে জনপ্রিয় হয়নি এটি। তিন বছর আগে প্রায় দুই কোটি টাকা খরচে অত্যাধুনিক গ্রন্থাগার নির্মাণ হয় মাদারীপুরে। সাত হাজার বই থাকলেও পাঠক হাতেগোনা কয়েকজন। কর্তৃপক্ষ বলছে, পাঠক টানতে নানা সময় নানা সৃজনশীল বিষয়ের আয়োজন করা হয় গ্রন্থাগারটিতে। কর্তৃপক্ষের হতাশা, মানুষের মধ্যে বই পড়ার প্রবণতাই কমে যাচ্ছে। যা সমাজের অধঃপতনের লক্ষণ। -স্টাফ রিপোর্টার
×