ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গোল ডটকমের সেরা মেসি

প্রকাশিত: ০৫:৪৪, ২৮ নভেম্বর ২০১৫

গোল ডটকমের সেরা মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আরও একবার হারালেন লিওনেল মেসি। এবার স্বনামধন্য ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডটকমের ‘গোল ফিফটি’ পুরস্কার জিতেছেন বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টার। একমাত্র ফুটবলার হিসেবে রেকর্ড চতুর্থবারের মতো এ পুরস্কার পেয়েছেন সাবেক টানা চারবারের ফিফা সেরা ফুটবলার। গোল ডটকমের বিশ্বজুড়ে প্রায় ৫০০ সাংবাদিকের ভোটে সেরা ৫০ জন খেলোয়াড় নির্বাচন করা হয়। এক মৌসুমের পারফর্মেন্স বিবেচনা করে ‘গোল ফিফটি’ পুরস্কারটি দেয়া হয়। মেসির কাছে হেরে দ্বিতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা রোনাল্ডোকে। পরের দু’টি স্থান মেসির ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ ও নেইমারের। উরুগুইয়ান তারকা তৃতীয় ও ব্রাজিলিয়ান অধিনায়ক হয়েছেন চতুর্থ। তালিকায় পঞ্চম স্থানটি পেয়েছেন চেলসির বেলজিয়াম তারকা ইডেন হ্যাজার্ড। ষষ্ঠ ও সপ্তম হয়েছেন যথাক্রমে বেয়ার্ন মিউনিখের টমাস মুলার ও আর্টুরো ভিদাল। বোকা জুনিয়র্সে নাম লেখানো আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ হয়েছেন অষ্টম। আর নবম হয়েছেন জুভেন্টাসের পল পেগবা। দশম হয়েছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনে। ২০০৮ সাল থেকে গৌরবময় এই পুরস্কার দিয়ে আসছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল ওয়েবসাইটটি। ২৮ বছর বয়সী মেসি এর আগে ২০০৯, ২০১১ ও ২০১৩ সালেও ‘গোল ফিফটি’ পুরস্কার জয় করেন।
×