ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রংপুরে তিন ডাক্তার বরখাস্ত ॥ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ

প্রকাশিত: ০৫:৪১, ২৮ নভেম্বর ২০১৫

রংপুরে তিন ডাক্তার বরখাস্ত ॥ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া রংপুরের তিন চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হলেন, রংপুর মেডিক্যাল কলেজের অর্থো সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার জিল্লুর রহমান, সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার শরীফুল ইসলাম ও সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মোস্তাফিজার রহমান। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আনিসুর রহমান তাদের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে তাদের বরখাস্তের নির্দেশের বিষয়টি তাকে জানানোর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার তাদের বরখাস্ত করা হয়। উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর মহানগরীর ধাপ এলাকার দুটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে এই তিন চিকিৎসকসহ সাতজনকে গ্রেফতার করে র‌্যাব-১৩। চিকিৎসক মোস্তাফিজুর রহমান এ ওয়ান কোচিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এবং জিল্লুর রহমান ও শরীফুল ইসলাম একই প্রতিষ্ঠানের পরিচালক।
×