ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যাপ্টেন মনসুর আলী সাহিত্য পদক পেলেন মুকুল রায়

প্রকাশিত: ০৫:৩৬, ২৮ নভেম্বর ২০১৫

ক্যাপ্টেন মনসুর আলী সাহিত্য পদক পেলেন মুকুল রায়

সংস্কৃতি ডেস্ক ॥ ‘ক্যাপ্টেন মনসুর আলী সাহিত্য পদক-২০১৫’-এ ভূষিত হয়েছেন এ সময়ের কবি ও গীতিকার মুকুল রায়। সম্প্রতি ঢাকায় জাতীয় গণগ্রন্থাগারের সেমিনারকক্ষে ক্যাপ্টেন মনসুর আলী জাতীয় সাহিত্য পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা জানানো হয়। গত বছরও শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য মুকুল রায় বিশেষ পুরস্কার পান। মুকুল রায় রচিত এ পর্যন্ত ১৩টি উপন্যাস, ছোটদের ছড়ার বইসহ মোট ১৫টি বই প্রকাশ পেয়েছে। এর মধ্যে ভারতের অসম রাজ্যের ওপর রচিত ‘বাগেশ্বরী পাহাড়’ উপন্যাসটি পাঠক মহলে প্রশংসিত হয়েছে। উপন্যাসটি একটি দৈনিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে। এছাড়া মুকুল রায়ের কথায় ‘মনচুরি’ নামে একটি এ্যালবাম বাজারে এসেছে।
×