ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কলকাতা আর্ট ক্যাম্পের সমাপনী

প্রকাশিত: ০৫:৩৬, ২৮ নভেম্বর ২০১৫

কলকাতা আর্ট ক্যাম্পের সমাপনী

সংস্কৃতি ডেস্ক ॥ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন প্রাঙ্গণে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন, কলকাতা ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী আর্ট ক্যাম্প শেষ হয়েছে। বাংলাদেশ সরকারের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনÑ বরেণ্য শিল্পী রফিকুন নবী, শিল্পী যোগেন চৌধুরী, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার জকি আহাদ এবং বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। আর্ট ক্যাম্পে বাংলাদেশের ১০ জন ও ভারতের ১৩ জন শিল্পী অংশগ্রহণ করেন। ভারত থেকে অংশগ্রহণকারী শিল্পীরা হলেনÑ অশোক ভৌমিক, অমিতাভ সেনগুপ্ত, ধীরাজ চৌধুরী, গনেশ হালুই, যোগেন চৌধুরী, জয়া গাঙ্গুলী, জয়শ্রী চক্রবর্তী, লালু প্রসাদ সাউ, মাহজাবীন মজুমদার, পিডি ধুমাল, রিনি ধুমাল, সনৎ কর, শিবপ্রসাদ কর চৌধুরী। বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী শিল্পীরা হলেনÑ আবুল বারক আলভী, বিশ্বজিৎ গোস্বামী, কালিদাস কর্মকার, মনিরুল ইসলাম, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ইকবাল, রফিকুন নবী, রণজিৎ দাস, শেখ আফজাল, ওয়াকিলুর রহমান। বেঙ্গল ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি, বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক প্রয়াত সুবীর চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই আর্ট ক্যাম্প আয়োজন করা হয়।
×