ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে জীবনানন্দ কবিতামেলা

প্রকাশিত: ০৫:৩৬, ২৮ নভেম্বর ২০১৫

রাজশাহীতে জীবনানন্দ কবিতামেলা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে কবি ও কবিতার সংগঠন কবিকুঞ্জ চতুর্থবারের মতো আয়োজন করেছে দুই দিনব্যাপী জীবনানন্দ কবিতামেলার। শুক্রবার সকালে নগরীর শাহ মখদুম কলেজ চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। ‘এসো, অফুরন্ত সূর্য আলোর ঈগল’ সেøাগানে দুই দিনব্যাপী কবিতামেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র গবেষক সনৎ কুমার সাহা। কবিকুঞ্জের সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা, রাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল খালেক, ভারতীয় কবি মৃণাল বসু চৌধুরী প্রমুখ। দু’দিনের আয়োজনে থাকছেÑ কবিকণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তি, আলোচনা ও কবিকুঞ্জ পদক-২০১৫ প্রদান অনুষ্ঠান। আজ শনিবার জীবনানন্দ কবিতামেলায় দু’জনকে কবিকুঞ্জ পদক প্রদান করা হবে। এবারে বাংলা কবিতায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ কবি আতাউল হক সিদ্দিকী ও বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় গবেষণায় কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ড. অনীক মাহমুদকে কবিকুঞ্জ পদক প্রদান করা হবে।
×