ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নড়াইলের স্বভাব কবি বিপিন সরকার আর নেই

প্রকাশিত: ০৫:৩৬, ২৮ নভেম্বর ২০১৫

নড়াইলের স্বভাব কবি বিপিন সরকার  আর নেই

নিজস্ব সংবাদদাতা ॥ অসংখ্য অষ্টক গান, হালুই গান, ধুয়া-বারাসিয়া গানের রচয়িতা নড়াইলের স্বভাব কবি বিপিন সরকার আর নেই। শুক্রবার বেলা পৌনে ২টার দিকে পৌরসভার বাহিরডাঙ্গায় তিনি মৃত্যুবরণ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। মত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন কন্যাসহ আত্মীয় স্বজন ও অসংখ্যা ভক্ত রেখে গেছেন। কবি বিপিন সরকারের মৃত্যুতে নড়াইলের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, স্বভাব কবি বিপিন সরকার এ পর্যন্ত ৮টি কাব্যগ্রন্থ, ২০টি অষ্টক যাত্রা পালা, ১৪টি পালা গান, এক হাজারের বেশী কবিতা, এক হাজার হালুই গান, দুই শতাধিক ধুয়া-বারাসিয়া গান লিখেছেন। নড়াইলসহ দক্ষিন-পশ্চিমাঞ্চলে এই স্বভাব কবির যাত্রা পালা, অষ্টক গান, কবিতা, হালুই গান, ধুয়া-বারাসিয়া গান নৌকার মাঝি, কৃষাণ-কৃষাণীসহ সাধারণ মানুষের মাঝে অত্যন্ত জনপ্রিয়। সাংস্কৃতিক অঙ্গণে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৮ সালে চিত্রা থিয়েটার পদক, ২০০৩ সালে এ্যাডভোকেট এম বদরুল আলম স্মৃতি পদক, ২০০৮ সালে দক্ষিণ বাংলা সাহিত্য পদক এবং ২০১০ সালে লোককবি বিজয় সরকার স্মৃতি পদকসহ একধিক পদক ও সম্মাননা পেয়েছেন।
×