ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে হামলা চালাতে পারে তিন পাকিস্তানী সন্ত্রাসী গ্রুপ

প্রকাশিত: ০৫:৩৪, ২৮ নভেম্বর ২০১৫

ভারতে হামলা চালাতে পারে তিন পাকিস্তানী সন্ত্রাসী গ্রুপ

পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই সম্প্রতি শীর্ষ সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বা (এলইটি), হিজবুল মুজাহিদীন এবং জইস-ই-মোহাম্মদের (জেইএম) প্রধান কমান্ডারদের সঙ্গে বৈঠক করে তাদেরকে ভারতে সন্ত্রাসী হামলা চালাতে বলেছে। ২৬/১১-এর মুম্বাই হামলার ৭ম বার্ষিকীতে নতুন হামলার পরিকল্পনা করা হচ্ছে। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো এ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। খবরে জানা যায়, আইএসআই তিনটি সংগঠনের প্রায় ৩০ জঙ্গীকে ব্রিফিং করে এবং ভারতীয় ভূখ-ে তাক লাগানো হামলায় অংশ নিতে তাদের কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার কাছে নিয়ে আসা হয়। গোয়েন্দা সূত্রে বলা হয়, এলইটি, জেইএম এবং হিজবের নেতাদের সুুনির্দিষ্ট নির্দেশ দেয়ার পর আইএসআই দিনকয়েক আগে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কোন স্থানে একটি ক্যাম্পে ৩০ সন্ত্রাসীকে বিস্তারিতভাবে ব্রিফিং করে। সূত্রগুলো জানায়, আইএসআই তিনটি সংগঠনকে রসদ সরবরাহ করছে। এক কর্মকর্তা জানান, পাক নিয়ন্ত্রিত কাশ্মীরের এক ক্যামো আয়োজিত ওই বৈঠক পরিচালনা করেন আইএসআইর পক্ষে এক সংগঠক। তাকে শওকত খান বলে শনাক্ত করা হয়। সন্ত্রাসীরা উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত বলে উল্লেখ করা হয়। তাদেরকে উঁচু এলাকার রাস্তাগুলো বরফে আচ্ছন্ন হওয়ার আগেই সীমান্ত পেরিয়ে ভারতে যেতে বলা হয়েছে।
×