ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় পদযাত্রা আন্তর্জাতিক জলবায়ু আদালত গঠনের দাবি

প্রকাশিত: ০৫:৩২, ২৮ নভেম্বর ২০১৫

খুলনায় পদযাত্রা আন্তর্জাতিক জলবায়ু  আদালত গঠনের দাবি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ উন্নত বিশ^কে আইনগতভাবে গ্রীনহাউস গ্যাস নির্গমনে বাধ্য করার জন্য স্বাধীন আন্তর্জাতিক জলবায়ু আদালত গঠনের দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠনসমূহ। শুক্রবার সকালে নগরীতে জলবায়ু পদযাত্রা শেষে পিকচার প্যালেস মোড়ে আয়োজিত সমাবেশে বক্তারা এ দাবি তোলেন। উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন), গান্ধী আশ্রম ট্রাস্ট, নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনআরডিএস), পার্টিসিপেটরি রিসার্চ এ্যান্ড এ্যাকশন নেটওয়ার্ক (প্রান), প্রান্তজন ও গ্লোবাল কল টু এ্যাকশন এগেইনস্ট পোভার্টি (জিক্যাপ) এ কর্মসূচীর আয়োজন করে।
×